আপনি কি জানেন-নিউজিল্যান্ড আবিষ্কার

১৫৭৬ সালে স্প্যানিশ নাবিক হুয়ান ফার্নান্দেজ একটি সমুদ্র অভিযাত্রা শুরু করলেন লাতিন আমেরিকার চিলি থেকে। তিনি বিষুব রেখা থেকে ৪০ ডিগ্রি দক্ষিণ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম কোণে যাত্রা চালিয়ে যেতে থাকলেন। এভাবে তিনি একটি দ্বীপে এসে থামেন। দ্বীপটি বিশাল এবং অনেকটা মহাদেশতুল্য।


দ্বীপের অধিবাসীরা অসভ্য নয়। তারা বন্ধুবৎসল। খুব সম্ভবত, হুয়ান ফার্নান্দেজ সেদিন আজকের নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে তরী ভিড়িয়েছিলেন। দেশে ফিরে তাঁর নতুন আবিষ্কারের কথা সবাইকে জানান। কিন্তু লাতিন আমেরিকায় অবস্থানরত স্প্যানিয়ার্ডরা ফার্নান্দেজের প্রতিবেদনটি চেপে যায়। তাদের ভয় ছিল, অন্য কোনো দেশ এর সুবিধা নিয়ে নিতে পারে। ফার্নান্দেজের ওই দ্বীপে পৌঁছাতে সময় লেগেছিল এক মাসেরও কম। অনেকে মনে করেন, নিউজিল্যান্ড নয়, মধ্য প্রশান্ত মহাসাগরের কোনো ছোট্ট দ্বীপে পৌঁছেছিলেন তিনি। তবে ফার্নান্দেজ যে পথে গিয়েছিলেন, সে পথে নিউজিল্যান্ড ছাড়া ছোট্ট কোনো দ্বীপের অস্তিত্বও পরবর্তী সময়ে খুঁজে পাওয়া যায়নি। তাই নিউজিল্যান্ড আবিষ্কারের কৃতিত্বটা পরে এই ফার্নান্দেজের কাছেই গেছে।
ওয়ার্ল্ড অব ফ্যাক্টস অবলম্বনে নাইর ইকবাল

No comments

Powered by Blogger.