ইলিয়াস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করুনঃ কাদের সিদ্দিকী
বিএনপি নেতা ইলিয়াস আলীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনসম্মুখে হাজির করার আলটিমেটাম দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ইলিয়াস আলীকে ২৪ ঘণ্টার মধ্যে জনতার সামনে হাজির করুন। নইলে সরকারের গদিতে বসার আর কোনো অধিকার নেই আপনাদের।’
শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। দেশটা এখন দুঃশাসন আর অরাজকতায় ভরা। এই দুর্যোগ থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের আমি বিশ্বাস করি না। কারণ, আপনারা বলেন, আমরা পীরের কথায় জীবন দিতে প্রস্তুত। অথচ যখন দেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা বাদ দেওয়া হয়, তখন এর বিরুদ্ধে আপনারা কেউ জীবন দেননি। তাই শুধু কথায় নয়, সত্যি সত্যি আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য জীবন দিতে হবে।’
তিনি বলেন, ‘আপনাদের আরো একটি কথা বলতে চাই। শুধু ওয়াজ-নসিহত নয়, যদি রাস্তায় নেমে রাজনীতি করেন এবং দেশের মানুষের জন্য কিছু করতে চান তবেই আপনাদের সঙ্গে আমি আছি।’
‘আর একটা কথা মনে রাখবেন। দিনে চরমোনাইয়ের পীর আর রাতে হাসিনা-খালেদা, ভোট দেওয়ার সময় নৌকা-ধানের শীষ আর করা যাবে না।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউসুফ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম ফয়েজী ও ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।
শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। দেশটা এখন দুঃশাসন আর অরাজকতায় ভরা। এই দুর্যোগ থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের আমি বিশ্বাস করি না। কারণ, আপনারা বলেন, আমরা পীরের কথায় জীবন দিতে প্রস্তুত। অথচ যখন দেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা বাদ দেওয়া হয়, তখন এর বিরুদ্ধে আপনারা কেউ জীবন দেননি। তাই শুধু কথায় নয়, সত্যি সত্যি আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য জীবন দিতে হবে।’
তিনি বলেন, ‘আপনাদের আরো একটি কথা বলতে চাই। শুধু ওয়াজ-নসিহত নয়, যদি রাস্তায় নেমে রাজনীতি করেন এবং দেশের মানুষের জন্য কিছু করতে চান তবেই আপনাদের সঙ্গে আমি আছি।’
‘আর একটা কথা মনে রাখবেন। দিনে চরমোনাইয়ের পীর আর রাতে হাসিনা-খালেদা, ভোট দেওয়ার সময় নৌকা-ধানের শীষ আর করা যাবে না।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউসুফ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম ফয়েজী ও ঢাকা মহানগর সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।
No comments