জ্যোতির ছড়া by জাকির আজাদ

সকাল থেকে জ্যোতি সোনা
বসে বসে কানছে,
আম্মু আব্বু আদর করে
যত কাছে টানছে।


দোকান থেকে জ্যোতির প্রিয়
যা কিছুই আনছে,
ছোঁয় না কিছু খায় না কিছু
একটুও না মানছে।
জ্যোতির এমন কান্নার কারণ
বাড়ির সবাই জানছে,
ব্যাপার বড় দুঃখজনক
এটা সবাই মানছে।
তবু জ্যোতি এমন করে
কেন এত কানছে,
আপু, দাদু, ভাইয়ার মনে
ভীষণ আঘাত হানছে।

ব্যাপার ছিল গত কালকে
রাত্রি যখন বাড়ছে,
ঘুমের জাদু সবার চোখকে
একটু একটু কাড়ছে।
ঠিক তখনই ময়নার চিৎকার
কে যে তাকে মারছে,
কারও সাথে লড়তে লেগে
জ্যোতির ময়না হারছে।
ক্রমে ক্রমে করুণ চিৎকার
বাড়ছে কেবল বাড়ছে,
ডানা ঝাপটানির শব্দ এমন
জানটা কেউ কাড়ছে।
দুয়ার খুলে দেখল সবাই
পুষি লেজুড় নাড়ছে,
খাঁচা ভাঙা ময়না পড়ে
শেষ নিঃশ্বাসটা ছাড়ছে।

No comments

Powered by Blogger.