ওস্তাদের পথ ধরে শিষ্য
নামিদামি জনপ্রিয় তারকাবহুল বিগ বাজেটে নির্মিত অনেক জমকালো ছবির ভিড়ে মুক্তি-প্রতীক্ষিত 'জো হাম চাহে' ছবির প্রমো এবং গান দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ছবিটি 'বডিগার্ড' কিংবা 'রা ওয়ান' ছবির সমপর্যায়ে ব্যবসা করতে পারবে না কোনোভাবেই_এটা সবাই জানে। ছোট বাজেটে নির্মিত হলেও 'জো হাম চাহে' ছবির বিভিন্ন দৃশ্য দেখে খুব সহজেই বিখ্যাত ব্যানার যশরাজ ফিল্মসের ছবিগুলোর সঙ্গে আঙ্গিকগত মিল খুঁজে পেয়েছে দর্শকরা।
এর পেছনে অবশ্য সংগত কারণও রয়েছে। 'জো হাম চাহে' ছবির পরিচালক পবন গিলের অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে। প্রায় তিন বছর তিনি যশরাজ ফিল্মসে চলচ্চিত্র নির্মাণের কাজে জড়িত ছিলেন। আদিত্য চোপড়ার কাছে তিনি ছবি নির্মাণের নানা কলাকৌশল রপ্ত করেছেন। এ প্রসঙ্গে পবন গিল বলেন, "২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত যশরাজ ফিল্মসের বিভিন্ন ছবি তৈরির কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমা দেখতে দেখতে বেড়ে উঠেছি। বিশেষ করে যশরাজ ফিল্মসের ছবিগুলো বেশ ভালো লাগত। ভ্যানকুভার ফিল্ম স্কুল থেকে কোর্স শেষ করে মুম্বাই ফিরে যশরাজ ফিল্মসে যোগ দিই। 'নিল অ্যান্ড নিকি' ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করি প্রথমে। এরপর যশরাজ অ্যাড সেলে কাজ করেছি। 'ধুম টু' ছবির প্রমোশনাল ভিডিও নির্মাণ করেছি। হাত পাকিয়ে অবশেষে নিজেই পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছি।" নিজের পরিচালিত প্রথম ছবি 'জো হাম চাহে' প্রসঙ্গে পবন গিল বলেন, 'এ ছবির চিত্রনাট্য আমারই লেখা। তবে ছবিটি তৈরির ক্ষেত্রে আমি আমার বিশেষ সেনসেবিলিটিকে কাজে লাগিয়ে একটি পরিপূর্ণ যশরাজ ফিল্ম বানাতে চেয়েছি। আমি যশজি ও আদিত্যের নিজস্ব স্টাইল অনুকরণ করতে চেয়েছি ছবিটি নির্মাণের সময়, যা এরই মধ্যে সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।' 'জো হাম চাহে' ছবিতে একটি রোমান্টিক গান 'ইশক হাথো সে...'-এর শুটিং হয়েছে যে লোকেশনে_যেখানে দিল সে, বান্টি আউর বাবলি, তাশান, থ্রি ইডিয়টস-এর মতো ছবির শুটিং হয়েছে। এ ছবির নবীন পরিচালক ছবির গান ও অন্যান্য দৃশ্য চিত্রায়ণে যশরাজ ফিল্মসের ছবির স্টাইলকে অনুসরণ করেছেন। দর্শক ছবিটি দেখে যাতে আকৃষ্ট ও মুগ্ধ হয় সে রকম টার্গেট নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছে 'জো হাম চাহে' ছবির নবীন এই নির্মাতা। যোগ্য ওস্তাদের যোগ্য শিষ্য হিসেবে নিজেকে প্রমাণের যাবতীয় চেষ্টা রয়েছে তাঁর এ ছবিতে। আদিত্য চোপড়া প্রসঙ্গে পবন গিল বলেন, আদিত্য ছবি নির্মাণের ক্ষেত্রে ভীষণভাবে আবেগপ্রবণ, হৃদয় দিয়ে অনুভব করে দৃশ্যটি পর্দায় আকর্ষণীয় করে তুলতে নিজেকে উজাড় করে দিতে দ্বিধা করে না, যা সব দর্শকের হৃদয় ছুঁয়ে যায় অনায়াসেই।
No comments