জাপানে ছুটির মেজাজে মেসিরা

লীগ নিষ্পত্তির পথ এখনও বাকি; কিন্তু হঠাৎ করেই বসন্তের সুবাতাস বইছে বার্সেলোনা শিবিরে। এল ক্ল্যাসিকো জয়ই বার্সা শিবিরে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। এমনটা হওয়াই স্বাভাবিক। লীগ লড়াই থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ থেকে পয়েন্টে তো বটেই মানসিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছিল টানা তিনবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা; কিন্তু শনিবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা শিরোপা লড়াইয়ে ভালোভাবে ফিরে


এসেছে। তাই তো দারুণ খুশি বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। এ খুশিতে গার্দিওলা খেলোয়াড়দের হাতে স্বাধীনতার সার্টিফিকেট দিচ্ছেন। যা ইচ্ছা তাই করার স্বাধীনতার সার্টিফিকেট। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। ইচ্ছা করলে বারেও যেতে পারবেন খেলোয়াড়রা।
এল ক্ল্যাসিকো জয়ের পরপরই বার্সেলোনা জাপানের উদ্দেশে দেশ ছেড়েছে। ক্লাব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে তারা গত রোববার রাতেই স্পেন ছেড়েছে। জাপানে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনালে খেলছে বার্সেলোনা। আগামীকাল সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কাতারের আল সাদ ক্লাব। এ ম্যাচের আগে জাপান পেঁৗছেই সেই স্বাধীনতা উপভোগ করবেন মেসিরা।
টুর্নামেন্টে বার্সেলোনা অন্যতম ফেভারিট। তবে তাদের শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তোস। এ সময়ের আলোচিত তারা নেইমারকে নিয়ে স্যান্তোস বার্সেলোনাকে বড় চমক উপহার দেওয়ার অপেক্ষায় রয়েছে। স্যান্তোসও সরাসরি সেমিফাইনালে খেলছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপানের কাশিওয়া রেসল।
মেসিদের স্বাধীনতা সম্পর্কে কোচ পেপ গার্দিওলা বলেন, 'খেলোয়াড়দের যতটা বেশি সময় আমি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাদের শ্রান্তি দূর করার যথা সম্ভব চেষ্টা করা হবে। তারা বই পড়তে পারে, বা অন্য কোনো উপায়ে আনন্দে সময় কাটাতে পারে। এতে করে তারা ম্যাচে আরও বেশি মনোযোগী হতে পারবে। আমি তাদের টোকিওর বেশকিছু দর্শনীয় স্থানে নিয়ে যাব। জাপানের বিশেষ কিছু খাবারের প্রতি আমাদের একটু নজর থাকবে। সেগুলোর সদ্ব্যবহারের চেষ্টা করব। তবে আমাদের মনোযোগের কেন্দ্রে থাকবে ম্যাচ। আমরা এখানে শিরোপা জয়ের জন্য এসেছি। সেটাই আমাদের প্রধান কাজ।'
শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলের অন্যতম খেলোয়াড় লিওনেল মেসিকে একাধিকবার মারাত্মক ট্যাকেলের শিকার হতে হয়েছে। স্বাভাবিকভাবেই তার ফিটনেস নিয়ে একটু শঙ্কা তৈরি হয়েছিল; কিন্তু পেপ গার্দিওলা মেসির সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, 'এটা ঠিক যে, দীর্ঘ ভ্রমণে একটু পরিশ্রান্ত থাকলেও সে পুরোপুরি সুস্থ।

No comments

Powered by Blogger.