ইসির সমস্যা থাকলে সরকার সমাধান দেবে : সুরঞ্জিত

বনিযুক্ত রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সরকার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বসে আলাপ-আলোচনা করবে। ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কমিশনের কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধান করবে। গতকাল সোমবার পল্লবী ১২ নম্বর বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভা শেষে ৯০ দিনের মধ্যে


ডিসিসি নির্বাচন করতে পারবে না_ ইসির এ বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত রাজধানীতে ধারাবাহিক জনসভার তৃতীয় দিনে পল্লবীতে এ সভার আয়োজন করা হয়।
পল্লবীর জনসভায় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সভাপতিত্ব করেন। সুরঞ্জিত ছাড়াও জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহসভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজি সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় নেতারা।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রের মূল কথাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এটা যত বেশি হবে, জনগণ ততই লাভবান হবে। জনগণের সেবা তাদের দোরগোড়ায় পেঁৗছে দিতে প্রধানমন্ত্রী ডিসিসি দুই ভাগ করেছেন। এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসিসি নির্বাচন হোক তা চান, আর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন চান না, হরতাল চান।'
বর্ষীয়ান এ নেতা বলেন, 'খোকাকে ঢাকাবাসী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত করেছিল। সাড়ে ১১ বছর চলছে খোকা খোকাই রয়ে গেছে। আগামীতে ঢাকাবাসী ভোটের মাধ্যমে তাদের সেবক নির্বাচন করবে। আমাদের মূল লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। '
আদালতে সাদেক হোসেন খোকার রিটের সমালোচনা করে রেলমন্ত্রী বলেন, 'আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লি শহরকে তিন ভাগ করা হয়েছে কিন্তু সেখানকার বিরোধী দল তা মেনে নিয়েছে।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না যেতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, 'যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে স্মৃতিসৌধে গেলে এটা শহীদদের প্রতি তামাশা হবে।' যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান প্রত্যাহার করতে খালেদাকে অনুরোধ জানান হানিফ। হত্যা, গুম বেড়ে গেছে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'আওয়ামী লীগ হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপিই প্রথম র‌্যাব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের হত্যা, গুম করেছে।'

No comments

Powered by Blogger.