কর আদায়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
কর আদায় ও সেবা প্রদানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে এবং প্রশান্ত মহাসাগরীয় ১৯টি দেশের মধ্যে ১২তম। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। খবর এসএএনএর।সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'ভিরিন্স অ্যান্ড পার্টনারস পিটিই লিমিটেড' এ গবেষণা চালায়। 'গুড গভর্ন্যান্স ফর ইন্টারন্যাশনাল বিজনেস এশিয়া প্যাসিফিক ২০১১' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক
অর্থ করপোরেশন এবং প্রশান্ত মহাসগরীয় দেশগুলোর ব্যবসায়ীদের সংগঠন থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রশান্ত মহাসাগরীয় ১৯টি দেশ হলো বাংলাদেশ, মিয়ানমার, সিঙ্গাপুর, হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, শ্রীলংকা, ফিলিপাইন, কম্বোডিয়া ও লাওস। দেশগুলোতে ৬টি 'পিলার' বিবেচনা করে এ গবেষণা চালানো হয়। পিলারগুলো হলো আইনের শাসন, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে খোলামেলা যোগাযোগ, রাজনীতিক স্থিতিশীলতা, কর ও দুর্নীতি। এ দেশগুলোর মধ্যে আইনের শাসনের দিকে বাংলাদেশের অবস্থান অষ্টম, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে খোলাখুলি যোগাযোগে ১৭তম, রাজনীতিক স্থিতিশীলতা ও দুর্নীতিতে ১৮তম এবং অর্থ প্রশাসনে ১৬তম। সার্বিকভাবে সিঙ্গাপুর ৯০ দশমিক ২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। ৩৭ দশমিক ৩ পয়েন্ট পেয়ে বাংলাদেশের অবস্থান ১৮তম। তালিকার সব চেয়ে নিচে রয়েছে মিয়ানমার। দেশটি পেয়েছে ৩০ দশমিক এক পয়েন্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কর পিলারের শীর্ষে রয়েছে বাংলাদেশ, ভারত দ্বিতীয় ও শ্রীলংকা তৃতীয়। কর আদায়ে বাংলাদেশের অবস্থান শীর্ষে উঠে আসার পেছনে আমেরিকা ও কানাডার জ্বালানি কোম্পানিগুলোর বিশেষ ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কর খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও উল্লেখ করা হয়েছে।
No comments