যার সন্ধান দিলেই ৪২ কোটি টাকা পুরস্কার
মার্কিন
স্টেট ডিপার্টমেন্ট তিন পাকিস্তানীর সন্ধান দিলে ৯২ কোটি টাকা (১১ মিলিয়ন
ডলার) পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। এই তিনজনই যুক্তরাষ্ট্রের কালো তালিকায়
থাকা তিনটি সংগঠনের সাথে যুক্ত।
তিনজনের মধ্যে তেহরিক-ই-তালিবান
পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা মোল্লা ফজলুল্লাহর সন্ধানের জন্য ৫
মিলিয়ন ডলার, জামাত-উল আহরারের নেতা আব্দুল ওয়ালির জন্য ৩ মিলিয়ন ডলার এবং
লস্কর-ই ইসলাম এর নেতা মঙ্গল বাগের জন্য ৩ মিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র মনে করে, মোল্লা ফজলুল্লাহ, আব্দুল ওয়ালি এবং মঙ্গল বাগ
পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য হুমকিস্বরূপ। সে কারণেই
বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করে। আফগান তালেবান এবং হাক্কানি
নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে
ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র গত জানুয়ারি মাসে পাকিস্তানকে দেয়া তাদের ২
বিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধ করে দেয়।
No comments