'তুরস্কের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে কঠোর জবাব দেয়া হবে'
যুক্তরাষ্ট্র
যদি তুরস্কের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে কঠোর জবাব দেয়া
হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
জার্মানির গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র
বিভিন্ন অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে খবর প্রকাশিত
হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে
পাশ্চাত্যের কোনো কোনো দেশ এখনও জানে না যে, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে
কী ধরনের আচরণ করতে হবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের জানা উচিত যে, তুরস্ক
হচ্ছে তাদের সমপর্যায়ের একটি রাষ্ট্র। কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে
যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে
২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের প্রধান হোতা ফাতহুল্লাহ গুলেন এবং নিষিদ্ধ
গোষ্ঠী পিকেকে'র সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উপেক্ষা করার
মতো নয়।
No comments