সমান উত্তরাধিকারের দাবিতে তিউনেশিয়ায় নারীদের মিছিল
সম্পত্তিতে
পুরুষের সমান অধিকার দাবিতে তিউনেশিয়ার নারীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ
সময়ে কয়েকশ নারী শনিবার রাজধানী তুনিসের রাস্তায় নেমে আসেন। আরব দেশগুলোতে
উত্তরাধিকারের বিষয়ে প্রশ্ন তোলা এক ধরনের নিষিদ্ধ হিসেবেই বিবেচনা করা
হয়।
ওই অঞ্চলের অন্যান্য দেশের চেয়ে উত্তর আফ্রিকার এই মুসলিম দেশটিতে
নারীদের বেশি অধিকার দেওয়া হয়েছে।-খবর রয়টার্স। গত বছর দেশটির মুসলিম
নারীদের অমুসলিমদের বিয়ে করার বৈধতা দেয়া হয়েছে। মিছিলকারীরা জানিয়েছেন,
তারা চান ইউরোপীয় নারীদের সঙ্গে তাদের তুলনা করা হোক এবং তাদের সমান
উত্তরাধিকার দেওয়া হোক। এ দাবিতে মিছিল নিয়ে তারা পার্লামেন্ট ভবনের দিকে
এগিয়ে যান। মিছিলে কিছু পুরুষও যোগ দেন। মুসলিম উত্তরাধিকার আইন বাতিল চেয়ে
মিছিলে তাদের বহন করা ব্যানারে লেখা ছিল- একটি সভ্য রাষ্ট্রে আপনি যা পান
আমিও ঠিক তাই পাই। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, একজন নারী যা পান পুরুষ
তার দ্বিগুণ পায়। কাওথার বউলিলা নামে এক আন্দোলনকারী বলেন, এটি সত্য আরব
নারীদের তুলনায় তিউনেশিয়ান নারীরা বেশি অধিকার ভোগ করেন। কিন্তু আমরা চাই
আমাদের ইউরোপীয় নারীদের সঙ্গে তুলনা করা হোক। ২০১১ সালে একনায়ক জয়ন আল
আবেদীন বিন আলীকে ক্ষমতা থেকে অপসারণের পর দেশটিতে রাজনৈতিক স্বাধীনতা
অর্জিত হয়। তিউনেশিয়াই একমাত্র দেশ যেখানে আরব বসন্ত সফল হয়েছে।
No comments