পূর্ব ঘৌটা তিন ভাগে বিভক্ত করে এগোচ্ছে সিরীয় বাহিনী
সিরীয়
সরকারি বাহিনী পূর্ব ঘৌটার সবচেয়ে বড় শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। এটিকে
তাদের গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। শনিবার পর্যবেক্ষক
সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ বাহিনী
অঞ্চলটির সবচেয়ে বড় শহর মেসরাবা নিয়ন্ত্রণে নিয়েছে।
শহরটি রাজধানী দামেস্কো
থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। সেনারা এখন পার্শ্ববর্তী খামারি অঞ্চলের
দিকে অগ্রসর হচ্ছে।-খবর আলজাজিরা। সিরীয় সেনাবাহিনীর এই অগ্রগতিতে পূর্ব
ঘৌটা অঞ্চলটি কার্যত তিনটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। দুমা ও সংলগ্ন অঞ্চল,
পশ্চিম দিকে হারাশতা এবং শহরের দক্ষিণাঞ্চলীয় বাকি অংশ। দৌমার দিকে যাওয়া
একটি মহাসড়কের পাশে মিশরাবা শহরটির অবস্থান। দামেস্কোর কাছে বিদ্রোহীদের
নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটা পুনরুদ্ধারে গত মাসে বড় ধরনের অভিযান শুরু করে
সিরিয়া সরকার। এর পর থেকে সরকারি বাহিনী অঞ্চলটির প্রায় অর্ধেকের নিয়ন্ত্রণ
নিয়েছে বলে খবর হয়েছে। এই অভিযানে এ পর্যন্ত ৯ শতাধিক বেসামরিকের মৃত্যু
হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির আরববিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার
জানিয়েছেন, বিদ্রোহীদের সমর্থন ও সরবরাহ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিতে
অঞ্চলটিকে বিভক্ত করার কৌশল সামনে রেখে অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী,
তাদের সেই লক্ষ্য সফল হয়েছে।
No comments