মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের এক লাখ কোটি টাকা উধাও
লিবিয়ার
সরকারের জব্দকৃত ১ হাজার কোটি ইউরো (১ লাখ কোটি টাকা) বেলজিয়ামের একটি
ব্যাংক থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। লিবিয়ার ক্ষমতাচ্যুত এবং নিহত
সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ঘনিষ্ঠজনদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার
ভিত্তিতে এ অর্থ জব্দ করা হয়েছিল।
২০১৩-২০১৭ সালের মধ্যে এ অর্থ উধাও হয়ে
যায়। এ অর্থের মালিক ছিল বাহরাইন এবং লুক্সেমবার্গের লিবীয় বিনিয়োগ
কর্তৃপক্ষ বা এলআইএ এবং এর ভর্তুকি সংস্থা লিবীয় বিদেশি বিনিয়োগ কোম্পানি
বা এলএফআইসিও। এসব অর্থ ইয়োক্লিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে জমা ছিল। ২০১৩
সালে আগে এ খাতে ১৬১০ কোটি ইউরো জমা থাকলেও ২০১৭ সালে দেখা গেল এ
অ্যাকাউন্টে মাত্র ৫০০ কোটি ইউরোর কিছু কম রয়েছে। গত বছর কর্তৃপক্ষ জব্দকৃত
এ অর্থের বিষয়ে খোঁজ নিতে যেয়ে এটি দেখতে পায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
নির্দেশ অনুযায়ী এসব অর্থ ২০১১ সালের মার্চ থেকে জব্দ করা হলেও বেলজিয়ামের
কর্তৃপক্ষ কখনো এ সম্পদ নেয়ার চেষ্টা করেনি।
সূত্র : সাপ্তাহিক লে ভিফ
সূত্র : সাপ্তাহিক লে ভিফ
No comments