বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নামবে : চীন
চীনের
বাণিজ্যমন্ত্রী ঝং শান বলেছেন, আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে গোটা
বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক
সম্মেলনে রোববার তিনি এ কথা বলেন। ঝং শান বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম
আমদানির ওপর শুল্ক বাড়ানোর মার্কিন পদক্ষেপের বিরোধিতা করছি। কারণ আমরা
বাণিজ্য যুদ্ধের বিরোধী। -খবর সিনহুয়া অনলাইন। চীনের বাণিজ্যমন্ত্রী আরও
বলেন, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না। ফলে চীন ও আমেরিকা
উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ক্ষতির
মুখে পড়বে। চীনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম সমিতি গতকাল এক বিবৃতিতে বলেছে,
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে হবে। মার্কিন পণ্য
আমদানির ওপর শুল্ক বাড়াতে হবে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,
আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলে কঠোর জবাব দেওয়া হবে।
বিভিন্ন দেশ ও নিজ
দলের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে গত বৃহস্পতিবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম
আমদানির ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। এ নির্দেশের ফলে আমেরিকায় ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং
অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। ঝং শান বলেন,
চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না। আমরা এমন যুদ্ধ
শুরু করতে চাই না। তবে এ ধরনের যে কোনো প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে
পারব। আমরা জাতীয় ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিচ্ছি।
No comments