শপিং করে পদ খোয়ালেন প্রেসিডেন্ট
অতিরিক্ত
কেনাকাটার জন্য পদ হারালেন মরিশাসের প্রেসিডেন্ট আমিনা হারিব ফাকিম। ২০১৫
সালে প্রথম কোনো নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। কিন্তু
সেই পদের সম্মান রাখতে পারলেন না আমিনা।
তার বিরুদ্ধে অভিযোগ, দুবাই ও
ইতালিতে গিয়ে নাকি একটি স্বেচ্ছাসেবী সংস্থার ক্রেডিট কার্ডে বহুমূল্যের
গয়না এবং পোশাক কিনেছেন। সে কারণেই তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। ১২ মার্চ
দেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের পরেই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা
দেবেন তিনি। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাউথ এ তথ্য জানিয়েছেন।
No comments