ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
ব্রিটেনে
ইরানি দূতাবাসে হামলার ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব
করেছে ইরান। কয়েকজন উগ্রপন্থী ব্রিটেনে ইরানি দূতাবাসে হামলা করার পর
শনিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপবিষয়ক মহাপরিচালক ব্রিটিশ
রাষ্ট্রদূতকে তলব করেন।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম
কাসেমি জানান, ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে দূতাবাসে হামলার ঘটনায় কঠোর
প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি ইরানের কূটনীতিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা
রক্ষার প্রতিশ্রুতি পালনের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
তিনি জানান, ইরানি কর্মকর্তার কাছে ব্রিটিশ রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছেন।
ব্রিটিশ পুলিশ হামলাকারীদের কয়েকজনকে আটক করেছে বলে তিনি অবহিত করেছেন। এ
ছাড়া ইরানের পক্ষ থেকে দেয়া বার্তা দ্রুত ব্রিটিশ সরকারকে জানাবেন বলে
রাষ্ট্রদূত উল্লেখ করেন। উল্লেখ্য, গত শুক্রবার লন্ডনে কয়েকজন হামলাকারী
ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে উঠে দেশটির পতাকার নিচে ফেলে দেয়। এ সময়
ব্রিটিশ পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
নেয়নি বলে ইরান অভিযোগ করে।
No comments