ম্যারাথনকে বিদায় শতবর্ষী ‘তরুণের’
এবার থামার সিদ্ধান্ত নিয়েছেন ফৌজা সিং। বিশ্বের বয়োজ্যেষ্ঠ ম্যারাথনার ফৌজা সিং আর মাত্র একটি ম্যারাথনে অংশ নেবেন। আগামী ২৪ ফেব্রুয়ারির হংকং ম্যারাথনই হবে ১০১ বছর বয়সীর শেষ দৌড়।
ম্যারাথন থেকে তাঁর আগাম অবসরে যাওয়ার খবরটি কাল দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আগামী ১ এপ্রিল ১০২ বছরে পা দিতে যাওয়া ফৌজা সিং ম্যারাথনে দৌড়ানোর শুরুই হয়েছিল একটু ‘দেরিতে’, মাত্রই ৮৯ বছর বয়সে। দৌড়েছেন লন্ডন, টরন্টো, নিউইয়র্কসহ আটটি ম্যারাথনে। গত বছর লন্ডন ম্যারাথনে ৭ ঘণ্টা ৪৯ মিনিট টাইমিং করার সুবাদে ভারতীয় শিখ বংশোদ্ভূত এই ব্রিটিশ আমন্ত্রিত হয়েছিলেন অলিম্পিক মশাল বহনের জন্য।মিডিয়ার সঙ্গে যখনই কথা বলেন, এই বয়সেও ফিটনেস কীভাবে ধরে রাখেন এই ব্যাখ্যাই দিতে হয়। এদিনও তাঁকে বলতে হলো, ‘আমার ভালো স্বাস্থ্যের কারণ হলো আমি নিয়মিত অনুশীলন করি আর ডায়েটিং করি।’
ম্যারাথন থেকে অবসর নিলেও ‘দৌড়’ থেকে নয়। জানিয়েছেন, ম্যারাথন ছাড়ার পরও কমপক্ষে দৈনিক চার ঘণ্টা দৌড়াবেন। এএফপি।
No comments