অবশেষে চট্টগ্রাম বন্দর ওয়ান ট্রেড ইউনিয়নের আওতায়
অবশেষে চট্টগ্রাম বন্দর ওয়ান ট্রেড ইউনিয়নের আওতায় এসেছে। বৃহস্পতিবার শ্রম অধিদফতর থেকে বৈধ ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধনের চিঠি পেয়েছে আওয়ামী লীগের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী গ্রম্নপ সমর্থিত সংগঠন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত বন্দর কর্মচারী ইউনিয়ন বলছে, মতার প্রভাব খাটিয়ে এ নিবন্ধন নেয়া হয়েছে। এ ব্যাপারে তাঁরা আইনী লড়াইয়ে যাবার কথা ভাবছেন। বন্দর কর্মচারী পরিষদের নেতা মোঃ আলমগীর হোসেন জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার বিকেলে তাঁরা চট্টগ্রামে যুগ্ম শ্রম পরিচালক স্বারিত নিবন্ধনপত্র পেয়েছেন, যার নম্বর চট্ট-২৫৩৯। সুতরাং তারাই এখন বন্দরে একমাত্র বৈধ সংগঠন। এ সংগঠনের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ উলস্নাহ সরকার । নিবন্ধন পাওয়ায় আজ শুক্রবার বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ছাড়াও বিকেলে বন্দর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।অপরদিকে নিবন্ধন না পেয়ে হতাশ বিএনপি-জামায়াত সমর্থিত প্রসত্মাবিত চট্টগ্রাম বন্দর কর্মচারী ইউনিয়ন। বিএনপি সমর্থিত বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াত সমর্থিত বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও বন্দর শ্রমিক লীগের একাংশের সমন্বয়ে গঠিত কর্মচারী ইউনিয়নের প থেকেও নিবন্ধনের আবেদন জানানো হয়েছিল। এতে শামসুল হক সফি ও শেখ নুরম্নলস্না বাহার ছিলেন যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক।
নিবন্ধন না পাওয়া বন্দর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ নুরম্নলস্না বাহার জনকণ্ঠকে জানান, সম্পূর্ণ গায়ের জোরে এ নিবন্ধন অনেকটা ছিনিয়ে নেয়া হলো।
No comments