অপেক্ষায় আইরিন
বর্তমানে তিন তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আছেন র্যাম্পের জনপ্রিয় মুখ আইরিন সুলতানা। ছবি তিনটি হলো ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’, ‘রান’ এবং ‘এ কেমন প্রেমের গল্প’। এর মধ্যে প্রথম দুটি ছবির শুটিংয়ে ইতিমধ্যে অংশ নিয়েছেন আইরিন।
সিলেটে মোহাম্মদ আলী পারভেজ পরিচালিত ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’র প্রথম লটের কাজ শেষ হয়েছে। ফেব্রুয়ারি থেকে এ ছবির বাকি অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এদিকে আফসানা মিমি পরিচালিত ‘রান’ ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন আইরিন। আর ‘এ কেমন প্রেমের গল্প’ ছবির শুটিংও খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে এই তিন ছবির শুটিং শুরু হওয়ার অপেক্ষাতে রয়েছেন এই গ্ল্যামারাস কন্যা। তবে ছবির শুটিংয়ের মাঝে এই খানিক বিরতি পাওয়ায় বিরক্ত নন তিনি। বরং বিরতিটা কাজে লাগাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ‘কলকাতা ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট’-এর একটি র্যাম্প শোতে অংশ নিয়ে ফিরেছেন আইরিন। দেশে ফিরেই অংশ নিয়েছেন ‘বাংলাদেশ ট্রাই ন্যাশন’ শীর্ষক র্যাম্প শোতে। শোর পাশাপাশি বেশ কিছু ফ্যাশন হাউসের ফটোসেশনও করেছেন। অন্যদিকে এরই মধ্যে একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। ‘সেনা কল্যাণ সংস্থা’র এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাসেল জায়েদি। বিজ্ঞাপনটি দুই-তিনদিন ধরে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। কাজের বাইরে বর্তমানে এমবিএ শেষ সেমিস্টারে পড়ছেন আইরিন। বর্তমানে ক্লাস টেস্ট চলায় পড়াশোনা নিয়েও ব্যস্ত তিনি। নিজের সামপ্রতিক ব্যস্ততা প্রসঙ্গে আইরিন জানান, র্যাম্পের কাজ তো নিয়মিত চলছে। সামনেও বেশ কিছু শো রয়েছে। আর এর বাইরে বেশ কিছু টিভিসির প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। তবে তিনটি ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি। দুটির কাজও শেষ হয়েছে অনেকখানি। সেগুলোর কাজ আবারও শিগগিরই শুরু হবে। সেই অপেক্ষাতেই আছি।
No comments