চট্টগ্রাম-১২ উপনির্বাচন- আ.লীগের মনোনয়ন পেলেন সাইফুজ্জামান
চট্টগ্রাম-১২ আসনের (আনোয়ারা-পশ্চিম পটিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ)। তিনি ওই আসনের প্রয়াত সাংসদ ও আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরীর (বাবু) ছেলে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় সাইফুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
সভা শেষে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়নের জন্য সাতজন আবেদন করেছিলেন। আলাপ-আলোচনা ও প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সর্বসম্মতিক্রমে সাইফুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই আসনে আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
সভা শেষে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়নের জন্য সাতজন আবেদন করেছিলেন। আলাপ-আলোচনা ও প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সর্বসম্মতিক্রমে সাইফুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই আসনে আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
No comments