একনজরে- বীরত্বসূচক খেতাব
মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সরকার এই খেতাব প্রবর্তন করে এবং মুক্তিযোদ্ধাদের খেতাবে ভূষিত করা হয়।
খেতাবসমূহ হলো। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। মর্যাদার ক্রমানুসারে সর্বোচ্চ খেতাব হলো বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের সাতজন সাহসী ও শহীদ মুক্তিযোদ্ধাকে এ খেতাব দেওয়া হয়।
বীরশ্রেষ্ঠ: খেতাব প্রদান করা হয় সাতজন
বীর উত্তম: খেতাব প্রদান করা হয় ৬৮ জন
বীর বিক্রম: ১৭৫ জন
বীর প্রতীক ৪২৬ জন।
প্রতিটি খেতাবের সঙ্গে প্রতীক পুরস্কার প্রদানের রেওয়াজ রয়েছে। সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠপ্রাপ্তদের প্রত্যেককে প্রদান করা হয় একটি বাড়ি এবং নির্দিষ্ট অঙ্কের অর্থ। অপর সব খেতাবপ্রাপ্তকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। বীরত্বসূচক খেতাবপ্রাপ্তরা সমাজে উচ্চ মর্যাদায় সমাসীন।
সূত্র: বাংলাপিডিয়া
বীরশ্রেষ্ঠ: খেতাব প্রদান করা হয় সাতজন
বীর উত্তম: খেতাব প্রদান করা হয় ৬৮ জন
বীর বিক্রম: ১৭৫ জন
বীর প্রতীক ৪২৬ জন।
প্রতিটি খেতাবের সঙ্গে প্রতীক পুরস্কার প্রদানের রেওয়াজ রয়েছে। সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠপ্রাপ্তদের প্রত্যেককে প্রদান করা হয় একটি বাড়ি এবং নির্দিষ্ট অঙ্কের অর্থ। অপর সব খেতাবপ্রাপ্তকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। বীরত্বসূচক খেতাবপ্রাপ্তরা সমাজে উচ্চ মর্যাদায় সমাসীন।
সূত্র: বাংলাপিডিয়া
No comments