সৌদিতে পুলিশের সঙ্গে শিয়াদের সংঘর্ষ, নিহত ২

সৌদি আরবে গত শুক্রবার রাতে সশস্ত্র শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে এক পুলিশ ও এক বিক্ষোভকারী নিহত হয়েছে। আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।


সৌদি আরবে সুনি্ন সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হলেও কাতিফ প্রদেশে শিয়া সম্প্রদায়ের আধিক্য বেশি। কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরুতে ওই এলাকায় দুই শিয়া বিক্ষোভকারী নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরই ফলশ্রুতিতে শুক্রবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল-তুর্কির বরাত দিয়ে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ বলেছে, শুক্রবার রাত ১১টার দিকে মোটরবাইক আরোহী চার অস্ত্রধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ হয়। এতে হোসেন বাওয়াহ আলি জাবানি নামের এক পুলিশ সদস্য নিহত এবং আরো একজন আহত হন। এক হামলাকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বাকি তিন হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.