ঈদ উপলক্ষে ১৪ থেকে ২০ আগস্ট রুটভিত্তিক লঞ্চ চলবে
ঈদ উপলক্ষে ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে দলবদ্ধ পদ্ধতির (রোটেশন) পরিবর্তে রুটভিত্তিক লঞ্চ চলাচল করবে। এর মাধ্যমে বিভিন্ন গন্তব্যে চাহিদা অনুযায়ী লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হবে।
গতকাল শনিবার লঞ্চমালিকদের সমিতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শনিবার লঞ্চমালিকদের সমিতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ১০ আগস্ট থেকে বিভিন্ন লঞ্চে আগাম টিকিট বিক্রিরও সিদ্ধান্ত হয়।
সাধারণভাবে বিভিন্ন রুটে দলবদ্ধ পদ্ধতিতে দৈনিক চারটি করে লঞ্চ চলাচল করে। পরদিন অপর চারটি লঞ্চ এই পদ্ধতিতে যোগ হয়। তার পরদিন অন্য চারটি।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৪ আগস্ট থেকে বিভিন্ন রুটে যতগুলো লঞ্চ প্রয়োজন, সাধ্যমতো তা সরবরাহ করা হবে। প্রয়োজনে দূরত্ব বুঝে একটি লঞ্চ একাধিক ট্রিপে চলবে। অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার সহসভাপতি মো. শাহাবুদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, যাত্রীসাধারণ এবং ছোট লঞ্চমালিকদের বিষয় বিবেচনা করে গ্রুপভিত্তিক লঞ্চ চালনার পরিবর্তে রুটভিত্তিক লঞ্চ চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে এমভি পারাবতের মালিক শহীদুল ইসলাম ভূঁইয়া, সুন্দরবনের মালিক সাইদুর রহমান, দ্বীপরাজের মালিক জি এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণভাবে বিভিন্ন রুটে দলবদ্ধ পদ্ধতিতে দৈনিক চারটি করে লঞ্চ চলাচল করে। পরদিন অপর চারটি লঞ্চ এই পদ্ধতিতে যোগ হয়। তার পরদিন অন্য চারটি।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৪ আগস্ট থেকে বিভিন্ন রুটে যতগুলো লঞ্চ প্রয়োজন, সাধ্যমতো তা সরবরাহ করা হবে। প্রয়োজনে দূরত্ব বুঝে একটি লঞ্চ একাধিক ট্রিপে চলবে। অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার সহসভাপতি মো. শাহাবুদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, যাত্রীসাধারণ এবং ছোট লঞ্চমালিকদের বিষয় বিবেচনা করে গ্রুপভিত্তিক লঞ্চ চালনার পরিবর্তে রুটভিত্তিক লঞ্চ চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে এমভি পারাবতের মালিক শহীদুল ইসলাম ভূঁইয়া, সুন্দরবনের মালিক সাইদুর রহমান, দ্বীপরাজের মালিক জি এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments