জল পড়ে পাতা নড়ে by টোকন ঠাকুর

জল পড়ে পাতা নড়ে
কবিতার খাতা নড়ে
দুলে দুলে পড়ি বলে
পড়লেই মাথা নড়ে


জল পড়ে পাতা ওড়ে
কবিতার খাতা ওড়ে
ওড়াউড়ি দেখি বলে
পড়লেই মাথা ওড়ে

দুই.
জল পড়ে না পাতা নড়ে না
গাণ্ডু ছাত্রের মাথা নড়ে না
মাথার ওপর মস্ত ছাতা
রোদ উঠেছে, ছাতা নড়ে না

ছাতা নড়ে না পাতা নড়ে না
গাণ্ডু ছাত্রের মাথা নড়ে না

তিন.
জল পড়িল পাতা নড়িল
বাহ্বা!
ভাল্লাগে না পড়তে, আমি
হাবা।
গাছটা বলে, ‘ধুর, স্কুলে কী
যাবা?
বরং বসে থাকো
একটা দুটো আমের আশায়
আমাতে তুমি ডাকো।’

No comments

Powered by Blogger.