আবির্ভাব by বিক্তোর হারা

পাহাড়ে পাহাড়ে পথ কেটে
হাওয়ায় সে রাখে তার পদচিহ্ন,
ইগলের কাছে সে উড়তে শেখে
আর নৈঃশব্দ তাকে দেয় আশ্রয়।


কখনোই সে টুঁ-শব্দটিও করেনি ঠান্ডায়
কখনোই সে টুঁ-শব্দটিও করেনি ক্লান্তিতে,
গরিবেরা টের পায় তার এগিয়ে চলা
আর অন্ধের মতো তার পিছু নেয়।

ওড়ো, ওড়ো, পালাও,
এখানে, ওখানে, সবখানে,
ওড়ো, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে,
ওড়ো, ওড়ো, পালাও।

সোনালি নখের শকুনেরা
তার মাথার ওপর বাজি ধরেছে।
ক্ষমতাবানের ক্রোধ
তাকে ক্রুশবিদ্ধ করেছে।

বিদ্রোহের সন্তান
তার পেছনে কাতারে কাতারে লোক,
জীবনকে সঁপে দিয়েছে সে
আর ওরা তাকে মেরে ফেলতে চায়।

ওড়ো, ওড়ো, পালাও,
এখানে, ওখানে, সবখানে,
ওড়ো, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে,
ওড়ো, ওড়ো, পালাও।
—১৯৬৭স্প্যানিশ থেকে তরজমা: রফিক-উম-মুনীর চৌধুরী

No comments

Powered by Blogger.