মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী আজ
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৯ সালের ১লা জুন ইন্তেকাল করেন। মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাক এবং জাতীয় পার্টি (জেপি) বিভিন্ন কর্মসূচি পালন করবে। তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম ১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামে। তাঁর বাবার নাম মুসলেম উদ্দিন মিয়া। ১৯৩৫ সালে মানিক মিয়া ডিস্টিংশনসহ বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৬ সালে আবুল মনসুর আহমেদের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক ইত্তেহাদ। ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদ-এর পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন মানিক মিয়া। এ পত্রিকার সঙ্গে মানিক মিয়া মাত্র দেড় বছর যুক্ত ছিলেন। এরপরই তিনি ইত্তেফাক প্রতিষ্ঠা করেন। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে শুক্রবার সকাল সাতটা থেকে মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগামীকাল দৈনিক ইত্তেফাকের কাজলারপাড়ের অফিসে সকাল আটটা থেকে কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স হলে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।
No comments