অহেতুক কৌতুক
পোকা আর পাখিদের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে। প্রথমার্ধে পোকারা পাখিদের সঙ্গে মোটেই জুত করতে পারল না। ৩৭টা গোল খেল পোকাদের দল। দ্বিতীয়ার্ধে ঘটল এক কাণ্ড। পোকাদের দলে কেন্নো এল খেলতে। এসেই সে হালি হালি গোল দেওয়া শুরু করল। শেষে দেখা গেল, কেন্নোর দেওয়া গোলে পোকারা জিতল ৭৭-৩৭ গোলে।
পাখিদের তো মাথায় হাত। তাদের দলনেতা দোয়েল খেলা শেষ হলে পোকাদের দলনেতা গুবরেকে ডেকে বলল, ‘কেন্নো এত ভালো খেলে, তো ওকে তোমরা প্রথমার্ধে নামালে না কেন?’
গুবরে পোকা বলল, ‘আমরা তো নামাতেই চাইছিলাম, কিন্তু ব্যাটা সেই যে গত রাত থেকে বুট পরা শুরু করেছে আর আজকে খেলার অর্ধেক শেষ হওয়ার পর তার বুট পরা শেষ হয়েছে। তাই ওর আসতে দেরি হয়ে গেল।’
এক বৃদ্ধ রেস্টুরেন্টের ভেতর ঢুকে ম্যানেজারকে বলল, ‘আজ বিশ্বকাপের ফাইনাল, আমার নাতিটা ফুটবল খেলা খুব ভালোবাসে। ওকে যদি আজ বিকেলটা ছুটি দিতেন, তাহলে খুব ভালো হতো। আমরা দুজন একসঙ্গে বসে খেলা দেখতে পারতাম।’
ম্যানেজার বলল, ‘দুঃখিত, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ও তো আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়ে গেছে।’
ঘরের সামনে দুই ছেলেকে ফুটবল খেলতে দেখে মা প্রশ্ন করল, ‘এই, তোরা ফুটবল কোথায় পেলি রে? আমি তো কখনো কিনে দিইনি!’
বড় ছেলে জবাব দিল, ‘সামনের রাস্তায় কুড়িয়ে পেলাম, মা।’
মা বলল, ‘ও...কেউ খেলতে গিয়ে হারিয়ে ফেলেছে মনে হয়।’
ছোট ছেলের ত্বরিত জবাব, ‘হ্যাঁ মা, বল খুঁজতে এসে ওরাও তা-ই বলাবলি করছিল।’
সংগ্রহে: কাওছার শাকিল
গুবরে পোকা বলল, ‘আমরা তো নামাতেই চাইছিলাম, কিন্তু ব্যাটা সেই যে গত রাত থেকে বুট পরা শুরু করেছে আর আজকে খেলার অর্ধেক শেষ হওয়ার পর তার বুট পরা শেষ হয়েছে। তাই ওর আসতে দেরি হয়ে গেল।’
এক বৃদ্ধ রেস্টুরেন্টের ভেতর ঢুকে ম্যানেজারকে বলল, ‘আজ বিশ্বকাপের ফাইনাল, আমার নাতিটা ফুটবল খেলা খুব ভালোবাসে। ওকে যদি আজ বিকেলটা ছুটি দিতেন, তাহলে খুব ভালো হতো। আমরা দুজন একসঙ্গে বসে খেলা দেখতে পারতাম।’
ম্যানেজার বলল, ‘দুঃখিত, সেটা কোনোভাবেই সম্ভব নয়। ও তো আপনাকে কবর দিতে সারা দিনের জন্য ছুটি নিয়ে গেছে।’
ঘরের সামনে দুই ছেলেকে ফুটবল খেলতে দেখে মা প্রশ্ন করল, ‘এই, তোরা ফুটবল কোথায় পেলি রে? আমি তো কখনো কিনে দিইনি!’
বড় ছেলে জবাব দিল, ‘সামনের রাস্তায় কুড়িয়ে পেলাম, মা।’
মা বলল, ‘ও...কেউ খেলতে গিয়ে হারিয়ে ফেলেছে মনে হয়।’
ছোট ছেলের ত্বরিত জবাব, ‘হ্যাঁ মা, বল খুঁজতে এসে ওরাও তা-ই বলাবলি করছিল।’
সংগ্রহে: কাওছার শাকিল
No comments