জনসেবা by আয়শা দেওয়ান

আমার ছোট মামা তখন ভার্সিটিতে পড়তেন। একবার শীতকালে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলেন তাঁরা কোনো জনসেবা করবেন। অনেক চিন্তাভাবনার পর ঠিক হলো তাঁরা নদীর তীরবর্তী গরিব লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন। আরও ঠিক করলেন, লোক দেখানো কিছু নয়, তাঁরা প্রকৃত জনসেবা করতে চান।


তাই সন্ধ্যার পর জনসেবা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিলেন। তো, কোনো এক হাড়কাঁপানো শীতের সন্ধ্যায় শুরু হলো এ কার্যক্রম। সব বন্ধু নদীর তীর দিয়ে হাঁটছেন। সবার কাঁধেই একটি করে ঝোলা আর হাতে টর্চ। ঝোলার ভেতর সব মিলিয়ে ২০টি সোয়েটার। জনসেবা কার্যক্রম শুরু করার আগেই ঠান্ডায় তাঁরা নিজেরাই কাবু হয়ে গেলেন। ঝোলার সোয়েটার বের করে নিজেরাই গায়ে দিলেন। শেষে দুটি সোয়েটার তাঁরা বিলিয়ে দিতে পেরেছিলেন।
 আলীনগর, গড়পাড়া, মানিকগঞ্জ সদর।

No comments

Powered by Blogger.