প্রটেকশন by সোহেল নওরোজ

আমার বন্ধুদের মধ্যে ইমরান ছিল সবচেয়ে ফাঁকিবাজ ও ধুরন্ধর। কোনো দিন ক্লাসের পড়া করে আসত না। পরিণাম যা হওয়ার তা-ই! শিক্ষকদের হাতে বেধড়ক পিটুনি। তবে গণিতের গৌতম স্যারের মার ছিল ভয়ংকর। একবার শুরু করলে আর থামতেন না। ইমরান মার থেকে বাঁচার কৌশল আবিষ্কারে নেমে পড়ল।


শেষমেশ বুদ্ধি খাটিয়ে অনেক কাপড়ের পেছনের অংশ কেটে একসঙ্গে সেলাই করে মোটা প্যাডের মতো একটা জিনিস তৈরি করল। নাম দিল ‘প্রটেকশন’। শীতে সোয়েটারের মধ্যে পরে আসায় শিক্ষকেরা সন্দেহ করতেন না। তো, যথারীতি একদিন গৌতম স্যার ইমরানকে মারা শুরু করলেন। হঠাৎ ওর পিঠ থেকে প্রটেকশন খুলে পড়ে গেল। স্যার তো হকচকিত। পাশ থেকে আমার বন্ধু বলে উঠল, ‘স্যার, ওকে আর মারবেন না, প্রটেকশন পড়ে গেছে!’
 আশরাফুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

No comments

Powered by Blogger.