ভাব আছে মাথাতে
লিখি নাই খাতাতে
যদি লিখি অদ্য
হয়ে যাবে পদ্য।
বলবেন সকলে
তুই দেখি আসলে
যেন ফোটা পদ্ম।
লোভ আছে নোবেলে
খেলাধুলা না খেলে
ভাব রাখি মাথাতে।
একাডেমি না পেয়ে
লিপি আপু না খেয়ে
পথে পথে কাঁদে সে
বললাম পরশু
পাবি তুই একুশে।
সেই থেকে ছাতাতে
ঢেকে রাখি পদ্য
যোগাযোগ করলে
দিয়ে দেব ভাবছি
সেই সাথে গদ্য।
No comments