অর্থনৈতিক সংকট আট থেকে ১০ বছর থাকবেঃ অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘‘বাংলাদেশে অর্থনীতিতে সংকট চলছে। আমরা এ সংকটে ভালভাবে বিশ্লেষণ করছি। এ অর্থনেতিক সংকট আগামী ৮ থেকে ১০ বছর থাকবে। এ সংকটের নিরসনে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।’’
শনিবার আওয়ামী লীগ আয়োজিত বিএমএ মিলনায়তনে ‘মহাজোট সরকারের তিন বছর: আর্থ-সামাজিক উন্নয়ন, মন্দা মোকাবিলা এবং আগামীদিনের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।সেমিনারে মূল প্রবন্ধ পেশ করেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বক্তব্য বাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. বিনায়ক সেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক প্রমুখ।
রাজনৈতিক স্থিতিশীলতার কারণেইএ সংকট চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন দেশের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।’’
এ জন্য জাতির কাছে রাজনৈতিক ঐক্যের আহবান জানান তিনি। তিনি বলেন, ‘‘সরকার এ সংকট থেকে পরিত্রাণ পেতে দীর্ঘ ৮ থেকে দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আবার ক্ষমতায় আসলে এই সংকট নিরসন হবে।’’
No comments