সত্যিকারের সবজান্তা-বিদ্যুৎশক্তি

 প্রায় ২০০ বছর আগে আলেসান্দ্রো ভোলটা দেখেছিলেন, একটি তার দিয়ে জোড়া দেওয়া দুটি পৃথক ধাতব পাত সালফিউরিক এসিডের মধ্যে রাখলে বিদ্যুৎ উৎপন্ন হয়।  ১৮৭৯ সালে টমাস আলভা এডিসন প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন।


 বায়ুকল দিয়ে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় ডেনমার্কে—১৮৯০ সালে।
 ইটাইপু (Itaipu) পাওয়ার স্টেশন বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র। ১৯৮৪ সালে ব্রাজিলে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা প্রায় ১৩ হাজার ৩২০ মেগাওয়াট।
 সূর্যের মাত্র ১৫ মিনিটে বিকিরিত তাপের মাধ্যমে যে পরিমাণ শক্তি পৃথিবীতে আসে, তা পৃথিবীর মানুষের সারা বছরের ব্যবহূত শক্তির সমান। ভাবুন, সূর্যের এই অসীম শক্তিকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারতাম!
 সূর্য গ্যাসীয় শক্তির বিরাট আধার এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় দুই কোটি সেন্টিগ্রেড।
 বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি বিদ্যুৎ প্রকল্প ক্যালিফোর্নিয়ার মোয়াতে মরুভূমির হারপার লেক সাইট।
ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম

No comments

Powered by Blogger.