বাম হাতের ভেলকি! by সারোয়ার সুমন

লাদিনের চেরাগটা আছে যেন বাঁ-হাতিদের হাতে! তা না হলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কেন বারবার ছড়ি ঘোরাবেন তারা। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম দিন বল হাতে সবচেয়ে সফল ছিল বাঁ-হাতি আবদুর রেহমান। ব্যাট হাতেও ঝলক দেখাচ্ছেন আরেক বাঁ-হাতি তৌফিক উমর। এ মাঠের অতীতও কথা বলছে বাঁ-হাতিদের পক্ষে। তাই তো এখন পর্যন্ত এ মাঠে সবচেয়ে বেশি রান তাদের। সবচেয়ে বেশি উইকেটের ঘরেও আছে বাঁ-হাতিদের


নাম। আবার ম্যাচসেরার বেশির ভাগ পুরস্কারও যাচ্ছে তাদের ঘরে। তাই তো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ও ওয়ানডের ২২টি ম্যাচের মধ্যে সর্বাধিক ম্যাচসেরা হয়েছেন বাঁ-হাতিরা!
চট্টগ্রামের এ স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচটি খেলে শ্রীলংকার বিপক্ষে। ২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সে ম্যাচে ১০৯ রান করে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেন বাঁ-হাতি কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে একই পুরস্কার নেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি অ্যাডাম গিলক্রিস্ট ও বাংলাদেশের সাকিব আল হাসান। চতুর্থ ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। তবে পঞ্চম ম্যাচে ১০৩ রান করায় আবারও ম্যাচসেরার পুরস্কার উঠে এলো দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি গ্রায়াম স্মিথের হাতে।
ওয়ানডেতে ডানহাতি ব্যাটসম্যানের হাতে প্রথম ম্যাচসেরার পুরস্কার উঠে ২০০৮ সালের ১৪ অক্টোবর। এ মাঠের ষষ্ঠ ম্যাচে ১০৩ রান করে এ পুরস্কার পান নিউজিল্যান্ডের রস টেলর। এর পরের তিন ওয়ানডে ম্যাচেই সেরার পুরস্কার পান যথাক্রমে ডানহাতি_ নাজমুল হোসেন, নাঈম ইসলাম ও ইংল্যান্ডের কিসওয়েটার। এ মাঠের দশম ম্যাচ পরিত্যক্ত হয়। তবে ১১তম ম্যাচে আবারও ফিরে আসেন বাঁ-হাতিরা। জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান করে সেই ম্যাচে সেরা হন বাঁ-হাতি তামিম ইকবাল। চলতি বছরে এখন পর্যন্ত অনুষ্ঠিত চারটি ওয়ানডের মধ্যে তিনটিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁ-হাতিরা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান উমর আকমল ম্যাচসেরা হলেও এর আগের তিন ম্যাচের দুটিতে বাঁ-হাতি ইমরুল কায়েস ও সাকিব আল হাসান ম্যাচসেরা হন। সব মিলিয়ে ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৮টিতেই দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার নিয়েছেন বাঁ-হাতিরা। তবে এ মাঠে প্রথম তিনটি টেস্টেই ভালো করেছে ডানহাতিরা। তাই তো ম্যাচসেরার পুরস্কার ওঠে ডানহাতি বাংলাদেশের মোঃ আশরাফুল, অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি ও বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজার হাতে। এ মাঠের চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকার গ্রায়াম স্মিথকে দিয়ে প্রথম ম্যাচসেরা হন বাঁ-হাতিরা। পরের ম্যাচে একই পুরস্কার পান নিউজিল্যান্ডের বাঁ-হাতি অলরাউন্ডার ডেনিয়েল ভেট্টরি। পরের তিনটি টেস্টে আবার ম্যাচসেরা হন ডানহাতিরা। কিন্তু বাংলাদেশের বাঁ-হাতি ইলিয়াস সানি সর্বশেষ টেস্টে ম্যাচসেরা হয়ে আবার এগিয়ে নেন বাঁ-হাতিদের।
শুধু ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচ নয়, এ মাঠে সর্বোচ্চ রান ও উইকেট পাওয়ার আনন্দেও এগিয়ে আছেন বাঁ-হাতিরা। ১০ ওয়ানডে ম্যাচ খেলে এখানে সর্বোচ্চ ৩১০ রান তুলেছেন বাঁ-হাতি তামিম ইকবাল। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও বাঁ-হাতি।

No comments

Powered by Blogger.