পুরো দিন ব্যাট করতে চায় পাকিস্তান
চট্টগ্রামের যে উইকেটে ব্যাট করতে গিয়ে হিমশিম খেতে হলো মুশফিকদের, সে একই উইকেটে অবলীলায় ব্যাট চালালেন পাকিস্তানি দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও তৌফিক ওমর। বাংলাদেশ যেখানে সব উইকেট হারিয়ে ৫১.২ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে গেল, সেখানে ৩৮ ওভারে বিনা উইকেটে ১৩২ রান করল পাকিস্তান। প্রথম দিন শেষে ওই দুই ওপেনারই হাফ সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত রয়েছেন। এর মধ্যে নয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ রান করে সেঞ্চুরির
কাছাকাছি চলে গেছেন মোহাম্মদ হাফিজ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই দু'দলের ব্যাটিং শক্তির পার্থক্য ফুটে উঠল এভাবেই। শুধুই কি তাই! প্রথম দিন শেষেই এই টেস্টের চালকের আসনে বসে গেলেন মিসবাহ বাহিনী। এখন কত দ্রুত বাংলাদেশকে হারানো যায় সে পরিকল্পনাতেই ব্যস্ত সফরকারীরা। ওই পরিকল্পনার অংশ হিসেবে আজ দিনভর ব্যাটিং করতে চান তারা। গতকাল দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই শোনালেন পাকিস্তানি অলরাউন্ডার আবদুর রেহমান। 'আজ ভালো খেলেছি। কাল পুরো দিন ব্যাট করতে চাই আমরা।'
বাংলাদেশকে এত অল্প রানেই গুটিয়ে দেওয়া যাবে, তা ভাবেননি এ পাকিস্তানি অলরাউন্ডার। বলেন, 'বাংলাদেশকে এত অল্প রানেই বেঁধে ফেলা যাবে_ এটা ভাবিনি। তারপরও কেবল প্রথম দিন শেষে দ্বিতীয় দিনে গড়াচ্ছে খেলা। এখনও ম্যাচের অনেক সময় বাকি। তাই ম্যাচটা এখনও সহজ নয়। তবে এটি আমাদের জন্য একটি ভালো ম্যাচ। এ ম্যাচের ফল বের করে নিতে আমরা প্রত্যেকটি দিনকেই আলাদাভাবে বেছে নেব।' ম্যাচটি জিতে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আবদুর রেহমান বলেন, 'আমরা আত্মবিশ্বাসী। আশানুরূপ পারফর্মও করছি আমরা।' অবশ্য প্রথম দিন শেষে দু'দলের অবস্থান ও শক্তির বিবেচনায় আগাম বলে দেওয়া যায়, মুশফিকুর রহিমরা অসাধারণ কিছু করতে না পারলে আরও একটি নিশ্চিত পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য। পরাজয়ের ব্যবধানটা কত হচ্ছে_ সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশকে এত অল্প রানেই গুটিয়ে দেওয়া যাবে, তা ভাবেননি এ পাকিস্তানি অলরাউন্ডার। বলেন, 'বাংলাদেশকে এত অল্প রানেই বেঁধে ফেলা যাবে_ এটা ভাবিনি। তারপরও কেবল প্রথম দিন শেষে দ্বিতীয় দিনে গড়াচ্ছে খেলা। এখনও ম্যাচের অনেক সময় বাকি। তাই ম্যাচটা এখনও সহজ নয়। তবে এটি আমাদের জন্য একটি ভালো ম্যাচ। এ ম্যাচের ফল বের করে নিতে আমরা প্রত্যেকটি দিনকেই আলাদাভাবে বেছে নেব।' ম্যাচটি জিতে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আবদুর রেহমান বলেন, 'আমরা আত্মবিশ্বাসী। আশানুরূপ পারফর্মও করছি আমরা।' অবশ্য প্রথম দিন শেষে দু'দলের অবস্থান ও শক্তির বিবেচনায় আগাম বলে দেওয়া যায়, মুশফিকুর রহিমরা অসাধারণ কিছু করতে না পারলে আরও একটি নিশ্চিত পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য। পরাজয়ের ব্যবধানটা কত হচ্ছে_ সেটাই এখন দেখার বিষয়।
No comments