কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-'সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ভোট'-কালের কণ্ঠকে এয়ার আহমেদ সেলিম by বিপ্লব রহমান ও আবুল কাশেম হৃদয়

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় ঘোষণা করবে বলে মনে করেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম। তিনি বলেন, 'মেয়র পদে অন্য প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ থাকলেও আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। তাই আমার বিশ্বাস, জনগণ এবারের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে।'


\গত বৃহস্পতিবার কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এয়ার আহমেদ সেলিম এসব কথা বলেন। প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় কুসিক নির্বাচনে মেয়র পদে এয়ার আহমেদ সেলিমের সঙ্গে জেলা নাগরিক কমিটি সমর্থিত মনিরুল হক সাক্কু এবং আওয়ামী লীগ সমর্থিত অধ্যক্ষ আফজল খানের তুমুল নির্বাচনী লড়াই হবে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। নির্বাচনে সেনা মোতায়েন না করা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার প্রশ্নে আপত্তির কথা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম অন্য দুই মেয়র পদপ্রার্থীর নাম উল্লেখ না করে বলেন, 'আসন্ন কুসিক নির্বাচনের হলফনামায় প্রার্থীরা নিজেরাই তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা সন্ত্রাস ও দুর্নীতির একাধিক মামলার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই। শুধু ১৯৮৫ সালে চৌদ্দগ্রামে উপজেলা নির্বাচন করার সময় কুমিল্লা সদরে বোমাবাজির মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা হয়েছিল। অথচ সে সময় আমি চৌদ্দগ্রামে নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। সে সময়ই আমি ওই মামলা থেকে বেকসুর খালাস পাই।'
এয়ার আহমেদ সেলিম বলেন, 'গত ১১ বছর কুমিল্লা শহরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। শহরের রাস্তাঘাট, ড্রেন-কালভার্ট সংস্কারের অভাবে এখানে-সেখানে ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তাঘাট সব পানিতে ডুবে যায়। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে জেলার সুশীল সমাজের পরামর্শে কুমিল্লাকে একটি আধুনিক শহরে পরিণত করার জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব। জলাবদ্ধতা নিরসনে পুরো শহরের ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজাব। ভবন মালিকদের সঙ্গে পরামর্শ করে শহরের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি বেশ কিছু রাস্তা চওড়া করার কাজ করব। শাসনগাছা ও কান্দিরপাড় চৌরাস্তায় দুটি বৃহৎ ফ্লাইওভার নির্মাণ করে শহরের যানজট অনেকটাই হ্রাস করব। নির্মাণকারী সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের অনুরোধ করব, তারা যেন দক্ষিণ দিকে শহর সম্প্রসারণের কাজ করে। আশা করি, এতে যানজট অনেকটাই কমে যাবে। এ ছাড়া শহরের উত্তর ও দক্ষিণ দিকে দুটি শিশুপার্ক নির্মাণ করার পরিকল্পনাও আমার রয়েছে।'
সেনা মোতায়েন ছাড়াই কুসিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে_এমন কথা জানিয়ে এয়ার আহমেদ সেলিম আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে, নির্বাচন কমিশন আন্তরিক হলে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কমিশনের উচিত হবে বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে এখনই অভিযান চালানো। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারে এখনই তাদের সর্বাত্মক তৎপর হওয়া দরকার।

No comments

Powered by Blogger.