গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত দুই দিনে তিন ফিলিস্তিনি নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছে। হামলার জবাবে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার সকালে গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা হয়। এজজেদিন আল-কাশেম ব্রিগেডস নামের একটি জঙ্গিদলের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গাজার নিয়ন্ত্রণকারী দল হামাসের সঙ্গে দলটির সংযোগ আছে বলে অভিযোগ
\রয়েছে। হামলার পর গোলাবারুদের ছিটা আশপাশের বাড়ির দিকে ছুটে যায়। এর ফলে এক পরিবারের একজন নিহত ও শিশুসহ সাতজন আহত হয়। হামলায় নারী ও শিশুসহ মোট ১৩ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে জঙ্গিদের কয়েকটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী আরো দুটি হামলা চালায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, রকেট হামলার প্রতিক্রিয়ায় 'জঙ্গি তৎপরতার কেন্দ্রস্থল' লক্ষ্য করে এসব হামলা
চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার দিন গাজার রাস্তায় একটি গাড়ির ওপর ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হয়। নিহত ব্যক্তিরা সিনাই উপত্যকা সীমান্তবর্তী অঞ্চলে সামরিক ও বেসামরিক লোকদের ওপর হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করেছে ইসরায়েল।
বিমান হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের দিকে রকেট নিক্ষেপ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারের বিমান হামলাকে 'অপরাধ' বলে অভিহিত করে হামাস।
লেবাননে বিস্ফোরণ
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তবর্তী তায়ার শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ওই বিস্ফোরণ হয়। পাঁচ ফরাসি সৈনিক এবং এক বেসামরিক ব্যক্তি এতে আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক লেবানিজ এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বোমাটি আবর্জনার মধ্যে লুকানো ছিল এবং শান্তিরক্ষীদের গাড়ি যাওয়ার সময় এতে বিস্ফোরণ ঘটানো হয়। লেবাননে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ বছর আরো দুই
বার হামলা চালানো হয়েছে। সূত্র : এএফপি, আল-জাজিরা, বিবিসি।
No comments