তালেবান আমাদের শত্রু নয়: বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান তাঁদের শত্রু নয়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদাকে চিরতরে নির্মূল করা। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার আগে আফগানিস্তান শাসন করত তালেবান।
বাইডেন বলেন, ‘তালেবানের সঙ্গে আমাদের এমনিতে কোনো শত্রুতা নেই। কর্মপন্থা নির্ধারণের সময় প্রেসিডেন্ট


ওবামা এখন পর্যন্ত এমন কোনো মন্তব্য করেননি, যাতে তালেবানকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে চিহ্নিত করা হয়। তালেবান যদি আফগানিস্তানের বর্তমান সরকারকে ধ্বংস করার সামর্থ্য রাখে, তবে তা একটি সমস্যা হয়ে দাঁড়াবে। কাজেই দুটি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। প্রথমত, আল-কায়েদাকে বিনাশ করার জন্য তাদের ওপর চাপ অব্যাহত রাখা। দ্বিতীয়ত, আফগান সরকারকে একটি শক্তিশালী অবস্থানে রাখা, যাতে তারা তালেবানের সঙ্গে সমঝোতায় আসতে পারে। একই সঙ্গে আল-কায়েদা বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার ব্যাপারে তালেবানের কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা।’
বাইডেনের বক্তব্য সমর্থন করে হোয়াইট হাউসের কর্মকর্তা জে কার্নি বলেন, এ ধরনের মন্তব্যের জন্য ভাইস প্রেসিডেন্টের কোনো আক্ষেপ নেই।
কার্নি বলেন, ‘আমরা তালেবানকে হটানোর জন্য আফগানিস্তানে আক্রমণ করিনি। তালেবান ক্ষমতায় ছিল বলে মার্কিন সামরিক বাহিনীকে আমরা আফগানিস্তানে পাঠাইনি। আল-কায়েদার জঙ্গিরা ওই দেশ থেকে যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসী হামলা শুরু করেছিল বলেই আমরা সেখানে গিয়েছিলাম। তালেবান নির্মূলের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ নয়।’
আফগানিস্তান প্রসঙ্গে মার্কিন কৌশল নিয়ে জো বাইডেন স্পষ্ট করে বলেন, ‘আল-কায়েদাকে ধ্বংস ও চূড়ান্তভাবে পরাজিত করে আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এখন তা-ই করছি।’
সাক্ষাৎকারে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের চলমান সমঝোতার প্রক্রিয়া সফল হবে কি না, সে প্রশ্ন আলাদা। আফগানিস্তান যদি ধ্বংসাত্মক মানুষের স্বর্গরাজ্যে পরিণত হওয়া থেকে বিরত হয়, তাহলে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র চায় তালেবানের সঙ্গে আলোচনায় আফগানিস্তান নেতৃত্ব দিক। পিটিআই অনলাইন।

No comments

Powered by Blogger.