ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ-পেছনের মতলব উদঘাটন করতে পারিনি: ফখরুল
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যাদের হাতে কার্যকর ক্ষমতা আছে তারা উদ্যোগ নিলে সংলাপ ফলপ্রসূ হতো।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, রাষ্ট্রপতি তাতে সই করবেন। এখন রাষ্ট্রপতি নিজে কেন এ উদ্যোগ নিলেন, এর পেছনে কী মতলব আছে তা আমরা উদঘাটন করতে
পারিনি। আর প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন রাষ্ট্রপতির এ উদ্যোগ ফলপ্রসূ হবে না।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল বুধবার বিএনপির গণমিছিলে বাধা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন থেকে ২৪ ডিসেম্বর সারা দেশে থানা ও পৌরসভায় এবং ২৬ ডিসেম্বর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উদ্যোগ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি। পেলে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরব। এবং আমরা মনে করি হাইলি রেসপেক্টেড পারসন পলিটিক্স ডিটারমিন করে না।’
অন্যদিকে বিরোধী দলকে তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে না দিলে যদি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এর দায় সরকারের নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
No comments