মিসবাহর পরামর্শ

তুর্থ দিন বিকেলে পাঁচটি উইকেট হারানোর পরও বেশ ভালোভাবেই গতকাল ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পাকিস্তানের পেশাদারি ক্রিকেটের কাছে শেষ পর্যন্ত হারতেই হয়। পাকিস্তান অধিনায়ক মিসবাহ জানিয়েছেন, তারা জানতেন লাইন-লেন্থ বজায় রাখতে পারলে, পরপর কয়েকটি ওভার মেডেন নিতে পারলে ব্যাটসম্যানরা ভুল করবেনই। সে সঙ্গে পাক অধিনায়ক বাংলাদেশ দলকে পরামর্শ দিয়েছেন, টেস্ট ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ে আরও বেশি


সুশৃঙ্খল হওয়ার। বাংলাদেশ মাত্র ১০২ রানের লিড নেওয়ার পরও আলো না থাকায় এবং কুয়াশা বাড়তে থাকায় পাকিস্তানের জয় নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। পাক অধিনায়ক জানিয়েছেন, আবহাওয়ার কারণেই তারা শেষ সেশনে একটু মেরে খেলেছেন। তিনি বলেন, 'পরিস্থিতি এমন ছিল যে, যে কোনো সময় আলো-স্বল্পতা তৈরি হতে পারত। তাই আমরা একটু তাড়াতাড়ি খেলা শেষ করতে চাইছিলাম। আমাদের পরিকল্পনা ছিল ১০-১৫ ওভার থাকতেই আমরা খেলা শেষ করে দেব।' তবে জয়ের পরও নিজেদের পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্টও মিসবাহ, 'প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট হারানোর পরও একটা দল যদি ২০০-র আশপাশে রান করে, তাহলে মেনে নেওয়া যায়; কিন্তু ৩৩৮ রান করেছে তারা। আমাদের অবশ্যই এ বিষয়টা নিয়ে ভাবতে হবে।' তাই বলে বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি, 'প্রথম ইনিংসে বিপর্যয়ের পরও দুটি পার্টনারশিপে তারা ৩৩৮ রান তুলেছে এবং দ্বিতীয় ইনিংসে মাত্র একটি পার্টনারশিপ দিয়ে তারা আমাদের বেশ সমস্যায় ফেলে দিয়েছিল। এ থেকেই প্রমাণিত হয়, তারা ক্রমেই টেস্ট ক্রিকেটে ভালো দল হিসেবে গড়ে উঠছে।'
আরও ভালো করার জন্য বাংলাদেশ দলকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি, 'টেস্ট ক্রিকেটে মূল বিষয় হলো শৃঙ্খলা। সেটা বোলিং হোক কিংবা ব্যাটিং। মাঝে মাঝে তারা এমন সব শট খেলেছে, যেটা টেস্টে মোটেও গ্রহণযোগ্য নয়। তাদের জানা প্রয়োজন কীভাবে উইকেটে মানিয়ে নিতে হয়, কীভাবে পার্টনারশিপ গড়ে তুলতে হয়। তবে এ টেস্টে তারা এটা করেছেও।' বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লার আউটটি নিয়ে বলতে গিয়ে আরও কিছু পরামর্শ দিয়েছেন মিসবাহ_ 'আমার মনে হয় একজন পেশাদার ক্রিকেটারের জানা উচিত, সে কোন ধরনের ক্রিকেট খেলছে। তাই অবশ্যই নিজেকে সব ফরম্যাটে সব ধরনের শটস খেলা থেকে বিরত রাখতে হবে। যদি খেলাটি টি২০ বা ওয়ানডে হতো তাহলে ওই শটটি (রিয়াদ যে শটে আউট হয়েছেন) ঠিক ছিল। কারণ ওই ফরম্যাট এ ধরনের শটস ডিমান্ড করে। কাজেই একজন পেশাদার ক্রিকেটারকে অবশ্য খেলাটার ধরনের সঙ্গে মানিয়ে নিতে হবে।' পুরো সফরে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন তিনি, 'বেশ কিছু পরিস্থিতিতে তারা বেশ ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে এ টেস্টের প্রথম ইনিংসে। সাকিব যখন ব্যাট করতে আসে, তখন পরিস্থিতি বেশ নাজুক ছিল। এরপর তারা আমাদের অলআউট করে। কাজেই বলা যায়, খারাপ সময়েও তারা পারফর্ম করেছে। ওয়ানডেতে তো তারা মোটেও ধারাবাহিকতা দেখাতে পারেনি। তাদের অবশ্যই ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে হবে। এবং এটাই তাদের কমতি।'

No comments

Powered by Blogger.