আসিফদের দেশে ফেরানোর চেষ্টা করবে পাকিস্তান
আইসিসির তদন্তে তাঁরা দোষী প্রমাণিত। সে জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নূ্যনতম পাঁচ বছর করে নিষেধাজ্ঞার খৰ ঝুলছে মাথার ওপর। ইংল্যান্ডের আদালতেও নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারেননি। সে জন্য জেলে পর্যন্ত যেতে হয়েছে তাঁদের। তার পরও সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরের পাশে আছে পাকিস্তান সরকার। এমনভাবেই যে তাঁদের নিষ্পাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না এখনো!'জানি যে আইসিসির শুনানি এবং লন্ডন আদালতের বিচারে ওরা দোষী সাব্যস্ত।
তার পরও ওই তিনজন যে প্রকৃত অর্থে নির্দোষ হতে পারে_এমন সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না'_বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। কিন্তু আদালতে দোষী প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে জেলে পোরা হয়েছে তাঁদের। তা বিদেশ-বিভুঁইয়ের জেলে ক্রিকেটাররা পড়ে থাকলে পাকিস্তানের সম্মানটা থাকে কোথায়! তাই সালমান-আসিফ-আমেরকে দেশে ফেরানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছে দেশটি। স্বয়ং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, 'প্রেসিডেন্টের সঙ্গে পিসিবির উচ্চ পর্যায়ের এক সভা হয়েছে। সেখানে এ তিন ক্রিকেটারকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।'
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রেহমান মালিক, 'সরকার এখন একটি কমিশন করবে, সেই কমিটি পুরো ব্যাপারটা আবার তদন্ত করে দেখবে। এর বাইরে পিসিবিকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে, যেখানে ঘটনার পুনরাবৃত্তি রোধের সুপারিশও থাকবে।'
সাউথওয়ার্ক ক্রাউন আদালত যে শাস্তির রায় দিয়েছেন, তার বিপক্ষে আপিলের কথা আগের দিনই জানিয়েছেন সালমান বাটের বাবা। কাল আসিফের আইনজীবীদের কণ্ঠেও প্রায় অভিন্ন সুর, 'যে অভিযোগের প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে আমরা সেই অভিযোগের বিপক্ষে আপিল করার কথা ভাবছি।' আসিফের আইনজীবীরা মনে করছেন, অভিযোগের যে সাক্ষ্য-প্রমাণ ছিল, তার ভিত্তিতে আসিফকে বিচারক এমন শাস্তি দিতে পারেন না।
ওদিকে সালমান-আসিফ-আমেরের জেলদণ্ডে ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর অসুখ দূর হতে পারে বলে মনে করছেন কুমার সাঙ্গাকারা। দণ্ডপ্রাপ্তদের প্রতি শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সহানুভূতি থাকলেও বড় ক্যানভাসের ছবিটা দেখছেন তিনি, 'তাদের ও পরিবারের জন্য খারাপই লাগছে। তবে এমন শাস্তি খেলাটিকে আবার পরিচ্ছন্ন হতে সাহায্য করবে। এতে প্রমাণিত হলো, অপরাধ করে পার পাওয়া যাবে না।' ওয়েবসাইট
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রেহমান মালিক, 'সরকার এখন একটি কমিশন করবে, সেই কমিটি পুরো ব্যাপারটা আবার তদন্ত করে দেখবে। এর বাইরে পিসিবিকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে, যেখানে ঘটনার পুনরাবৃত্তি রোধের সুপারিশও থাকবে।'
সাউথওয়ার্ক ক্রাউন আদালত যে শাস্তির রায় দিয়েছেন, তার বিপক্ষে আপিলের কথা আগের দিনই জানিয়েছেন সালমান বাটের বাবা। কাল আসিফের আইনজীবীদের কণ্ঠেও প্রায় অভিন্ন সুর, 'যে অভিযোগের প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে আমরা সেই অভিযোগের বিপক্ষে আপিল করার কথা ভাবছি।' আসিফের আইনজীবীরা মনে করছেন, অভিযোগের যে সাক্ষ্য-প্রমাণ ছিল, তার ভিত্তিতে আসিফকে বিচারক এমন শাস্তি দিতে পারেন না।
ওদিকে সালমান-আসিফ-আমেরের জেলদণ্ডে ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর অসুখ দূর হতে পারে বলে মনে করছেন কুমার সাঙ্গাকারা। দণ্ডপ্রাপ্তদের প্রতি শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সহানুভূতি থাকলেও বড় ক্যানভাসের ছবিটা দেখছেন তিনি, 'তাদের ও পরিবারের জন্য খারাপই লাগছে। তবে এমন শাস্তি খেলাটিকে আবার পরিচ্ছন্ন হতে সাহায্য করবে। এতে প্রমাণিত হলো, অপরাধ করে পার পাওয়া যাবে না।' ওয়েবসাইট
No comments