বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস : াতিসংঘে অভিযোগ করবে ইরান
পরমাণু বিজ্ঞানী হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী তত্পরতার জন্য জাতিসংঘের কাছে অভিযোগ করতে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি আজ তেহরানে গুপ্তচর বৃত্তির আস্তানা খ্যাত মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর এক শোভাযাত্রায় দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে মার্কিন সরকারের সন্ত্রাসী তত্পরতার দলিল-প্রমাণ হস্তান্তর করবেন। তিনি এ ধরনের দুটি দলিল জনসমক্ষে তুলে ধরেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রমাণ হিসেবে দুটি গুরুত্বপূর্ণ দলিল তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূল হোতা হচ্ছে যুক্তরাষ্ট্র।
বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকার প্রমাণ তুলে ধরে সাঈদ জালিলি বলেন, যুক্তরাষ্ট্র যে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা করছে এবং ইরানসহ মধ্যপ্রাচ্যে নাশকতা সৃষ্টিতে সন্ত্রাসীদের আর্থিক সহায়তা দিচ্ছে তেহরানের কাছে অকাট্য দলিল-প্রমাণ রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে মামলা করার অধিকার ইরানের রয়েছে বলে তিনি জানান। এদিকে ইরানে শুক্রবার গুপ্তচর বৃত্তির আস্তানা হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখলের ৩২তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এরই মধ্যে রাজধানী তেহরানসহ সারা দেশে লাখ লাখ মানুষের মিছিল ও সমাবেশ শেষ হয়েছে। এসব সমাবেশ থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চলমান ইসলামী জাগরণ এবং বিশ্বব্যাপী পুঁজিবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি ঘোষণা করা হয়। মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে অংশ নেয়া জনতা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। এসব ব্যানারে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী নানা স্লোগান লেখা ছিল। দিবসটি উপলক্ষে রেডিও-টেলিভিশন থেকে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যেসব দলিল-প্রমাণ উদ্ধার করা হয়েছে, সেগুলোও প্রদর্শন করা হচ্ছে। ১৯৭৯ সালের এ দিনে বিপ্লবী ছাত্ররা তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেয়। ইরানের ইসলামী সরকারকে উত্খাতের জন্য ওই দূতাবাস থেকে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছিল বলে নিশ্চিত হওয়ার পর ছাত্ররা সেখানে হামলা চালায় এবং কূটনীতিকের ছদ্মবেশী ৫২ মার্কিন গুপ্তচরকে আটক করে।
No comments