৪৩ বাংলাদেশির মৃত্যু

লতি বছর হজব্রত পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ৪৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ২৯ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচজন নারী। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ খবর জানা গেছে।মৃত্যুবরণকারীরা হলেন কুমিল্লা জেলার তিতাসের কানাইনগরের মো. আবদুল মালেক (৭৩), ময়মনসিংহের ভালুকার মোহাম্মদ ফয়জুদ্দিন শেখ (৫৯), গাজীপুর সদরের মোহাম্মদ নুরুল হক তালুকদার (৬০), নওগাঁ সদরের শাহ বদরুল হায়দার চৌধুরী (৫৯),


জয়পুরহাটের কালাইয়ের জামাল উদ্দিন প্রামাণিক (৭২), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. মজু মিয়া (৭৯), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ আবুল কাশেম (৫৮), নেত্রকোনার মোহরকোনার মো. নওয়াব আলী তালুকদার (৭২), পাবনার চাটমোহরের মোহাম্মদ কোরবান আলী (৭৩), সাঁথিয়ার মোহাম্মদ সুরত আলী (৭৪), ঢাকার সাভারের মো. সাইদ নূর (৬১), কোতোয়ালির মোহাম্মদ মতিউর রহমান (৬৯), চট্টগ্রামের হাটহাজারীর আহমেদ হোসেন (৬৩), সাতকানিয়ার ওবায়দুল হক (৫৮), ফরিদপুরের বোয়ালমারীর মো. আবু মুসা বাশি (৬২), চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ হোসেন (৬৪), বগুড়ার নন্দীগ্রামের মোহাম্মদ আলী (৬৯), সিরাজগঞ্জ সদরের নিজাম উদ্দিন সরকার (৬১), ঢাকার হাজারীবাগের মোসলে উদ্দিন (৫৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমিনা খাতুন (৬৩), কুড়িগ্রামের ফুলবাড়ীর মকবুল হোসেন মকবুল (৫৮), ঢাকার কেরানীগঞ্জের আবদুল জব্বার মুন্সি (৯৫), কাফরুলের মো. নজরুল ইসলাম খান (৬২), কিশোরগঞ্জের মোহাম্মদ সুলতান উদ্দিন সুলতান (৭৮), কটিয়াদির মোহাম্মদ মুসলিম (৮৩), মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর রশিদ মলি্লক (৭৫), নোয়াখালীর বেগমগঞ্জের নাজির আহমেদ (৮৬), মেহেরপুরের গাংনীর মোহাম্মদ চাবের আলী (৮৮), নীলফামারীর সৈয়দপুরের ইজহার আহমেদ (৬৪), কুমিল্লার দেবীদ্বারের একামত আলী মোল্লা (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার ইদরিস মিয়া (৬৯), জয়পুরহাট সদরের আবদুল জব্বার মণ্ডল (৭৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মোহাম্মদ আবুল হোসেন ফকির (৭৬), পাবনা সদরের হোসেন আলী (৬৫), আটঘরিয়ার মোহাম্মদ হবিবর রহমান হবিবর (৭৩), নোয়াখালীর বেগমগঞ্জের রেজিয়া খাতুন (৫৬), ঢাকা মহানগরীর সবুজবাগের রাফেজা খানম রাফেজা (৪৪), খিলক্ষেতের নূর মোহাম্মদ মোল্লা (৫৯), বগুড়া সদরের সালাতুন নেসা (৮৩), চট্টগ্রামের বাঁশখালীর মফিজুর রহমান মফিজুর (৬৮), ঝালকাঠি সদরের মো. এনায়েত হোসেন খান (৮০), কুমিল্লার হোমনার বেগুমার নেসা (৬০) ও মুরাদনগরের মোহাম্মদ আবদুস সাত্তার (৬৯)।
রীতি অনুযায়ী মৃত্যুবরণকারীদের সৌদি আরবে দাফন করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এ বছর হজব্রত পালনের জন্য এক লাখ পাঁচ হাজার ৬১৭ জন সৌদি আরবে গেছেন।

No comments

Powered by Blogger.