শ্রীলঙ্কার বিশ্বকাপ ভেন্যুগুলোর দায়িত্ব পাচ্ছে প্রতিরক্ষা বাহিনী
অনেকটা গরিবের হাতি পোষার মতো ব্যাপার। বিশ্বকাপের সময় বিপুল অর্থ ব্যয় করে বানানো স্টেডিয়ামগুলোর খরচই জোগাতে পারছে না এখন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। উল্টো তারা ঋণে জর্জরিত। স্টেডিয়াম তিনটি বানাতে গিয়ে যে ধারকর্য হয়েছে সেগুলোই এখনো শোধ করা হয়নি। এদিকে জুলাইয়ে দায়িত্বে নেওয়া বোর্ডের বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। তাতে অবশ্য স্টেডিয়ামগুলোর সমস্যা মিটছে না। শেষ পর্যন্ত তাই স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা বাহিনীর হাতে।
সেনা, নৌ ও বিমানবাহিনী_প্রত্যেকে পাচ্ছে একটি করে স্টেডিয়ামের দায়িত্ব। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলোর নিরাপত্তার দায়িত্বেও থাকবে তারা। বোর্ড কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটার সিদাথ ওয়েটিমুনি কাল বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপালি ধর্মাদেসার নেতৃত্বাধীন বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত হবে এ মাসেরই ১৪ তারিখে। এরপর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলেই জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে, 'আমাদের মন্ত্রী (মহিন্দানন্দ আলুথগামাগে) বর্তমান এ কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন সামনে রেখে ১৪ নভেম্বর থেকেই ৩০ দিনের সময় দেওয়া হবে মনোয়নের জন্য। নির্বাচন হবে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ।' তবে স্টেডিয়ামগুলোর দায়িত্ব ঠিক কত দিন প্রতিরক্ষা বাহিনীর হাতে থাকবে তা এখনো চূড়ান্ত নয়। শ্রীলঙ্কার বিরোধীদলীয় সাংসদ হারিন ফার্নান্দো অবশ্য বিষয়টাকে দেখছেন 'একে একে সব কিছু তাদের (সেনাবাহিনী) হাতে তুলে দেওয়ার' ষড়যন্ত্র হিসেবে। ক্রিকইনফো, বিবিসি
No comments