অন্তঃসত্ত্বা কেট উইলিয়াম!
সম্প্রতি ডেনমার্ক সফরে চীনাবাদাম খেতে অস্বীকৃতি জানান ডাচেস অব ক্যামব্রিজ কেট উইলিয়াম। এ খবর প্রচারের পর থেকেই ব্রিটেনজুড়ে গুজব ছড়িয়ে পড়েছে, ব্রিটেনের রাজপরিবারে নতুন সদস্য আসছে। অন্তঃসত্ত্বা হয়েছেন কেট মিডলটন। বৃহস্পতিবার কানাডায় ইউনিসেফের একটি ডিস্ট্রিবিশন সেন্টারে লাল পোশাক পরা কেটকে বাদামের তৈরি খাবার খেতে অনুরোধ করা হয়। কেট তা খেতে অস্বীকৃতি জানিয়ে খাবারগুলো প্রিন্স উইলিয়ামের দিকে এগিয়ে দেন।
উল্লেখ্য, অন্তঃসত্ত্বা থাকার সময় চিকিৎসকরা বাদাম এবং বাদামের তৈরি করা খাবার পরিত্যাগের পরামর্শ দেন। বাদাম খেতে অস্বীকৃতি জানানোয় কেটের অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় বাদাম খেলে গর্ভজাত শিশুর এলার্জি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সাংবাদিকরা জানান, কেটের কোনো এলার্জির সমস্যা নেই, তারপরও বাদাম খেতে অস্বীকৃতি জানানোয় ধারণা করা হচ্ছে কেট অন্তঃসত্ত্বা। উল্লেখ্য, ক'দিন আগেই ঘোষণা দেওয়া হয়, ব্রিটিশ রাজসিংহাসনে পুরুষ ও নারীর সমানাধিকার থাকবে। এর অর্থ কেট ও উইলিয়ামের বড় সন্তান মেয়ে হলেও তিনি হবেন রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকারী। এ কারণেই কেট ও উইলিয়ামের সন্তান নিয়ে আগ্রহ বেড়েছে ব্রিটিশদের মধ্যে। সূত্র : ডেইলিমেইল
No comments