এবার রোনালদোরা আসছেন কলকাতায়
জব চার্নকের পত্তন করা কলকাতা, দোমিনিক লাপিয়েরের 'সিটি অব জয়'। ভারতবর্ষের অন্যতম প্রাচীন এ শহরের ফুটবল ঐতিহ্যও কম নয়। এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান এ শহরেই। শতবর্ষ আগের ঔপনিবেশিক ভারতের এ কলকাতাতেই ইংরেজ ফুটবলারদের নিয়ে গড়া ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। কলকাতায় এসেছেন পেলে, ম্যারাডোনার মতো বিশ্বসেরা ফুটবলাররা। মাস দুয়েক আগেই ভেনিজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে গিয়েছে আর্জেন্টিনা, কলকাতার সল্টলেক স্টেডিয়ামের ঘাস পেয়েছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির স্পর্শ।
সেই ঘোর কাটতে না কাটতেই আরো একটি ফুটবল-উৎসব আসি আসি করছে গঙ্গাপারের শহরে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনালদো, ৯০ বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি দলের অধিনায়ক লোথার ম্যাথাউসসহ অনেক বিশ্বনন্দিত তারকাই আসছেন কলকাতায়।
সময়টা এখনো ঠিক হয়নি, তবে আয়োজক সূত্রে জানা গেছে, ভারতীয় একাদশের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে বিশ্বকাপে খেলা বিভিন্ন দেশের ফুটবলারদের নিয়ে গড়া একটি দল আসবে কলকাতায়। সেই দলে খেলবেন 'দ্য ফেনোমেনন' রোনালদো। সঙ্গে থাকার সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের নক্ষত্রপুঞ্জে তাঁর সতীর্থ লুই ফিগো জিনেদিন জিদানেরও। শেষ পর্যন্ত এ দুজন সময় করে উঠতে না পারলেও ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, সেলেসাওদের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার সক্রেটিসের ছোট ভাই রাই ঠিকই সঙ্গে থাকবেন। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতা পশ্চিম জার্মানি দলের অধিনায়ক ম্যাথাউস, গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া জার্মানির অলিভার কান, ডাচ কিংবদন্তি রুদ খুলিতসহ অনেক বিশ্বমাতানো ফুটবলারকে দেখা যাবে 'সুপার ফুটবল' নামের এ আয়োজনে। আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা সুনীল হামালের কথায়, 'ভারতে ফুটবলের প্রসারে এটা হবে আমাদের প্রথম প্রচেষ্টা। আমরা মনে করি, দেশজুড়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এটা হতে যাচ্ছে দারুণ একটি পদক্ষেপ।' বিশ্বকাপ খেলা সাবেক এ ফুটবলাররা শুধুই যে মাঠ মাতাবেন তা নয়, বরং আগামীর তারকাদের কিছু দিকনির্দেশনাও দিয়ে যাবেন বলে জানিয়েছেন হামাল, 'নিবিড় একটি অনুশীলন শিবিরে অতিথি খেলোয়াড়রা উঠতি ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন। কলকাতার শিশুদের জন্য এটা একটা দারুণ সুযোগ।'
বিশ্বকাপ খেলা ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে মাঠে দেখা যাবে 'ইন্ডিয়া ইলেভেন'কে, যেখানে সাবেক ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার পাশাপাশি অনেক অভিনয় শিল্পীকেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এখন থেকেই চলছে প্রচারণা। এ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশিত হবে আসছে ১৫ নভেম্বর। টাইমস অব ইন্ডিয়া
সময়টা এখনো ঠিক হয়নি, তবে আয়োজক সূত্রে জানা গেছে, ভারতীয় একাদশের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে বিশ্বকাপে খেলা বিভিন্ন দেশের ফুটবলারদের নিয়ে গড়া একটি দল আসবে কলকাতায়। সেই দলে খেলবেন 'দ্য ফেনোমেনন' রোনালদো। সঙ্গে থাকার সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের নক্ষত্রপুঞ্জে তাঁর সতীর্থ লুই ফিগো জিনেদিন জিদানেরও। শেষ পর্যন্ত এ দুজন সময় করে উঠতে না পারলেও ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, সেলেসাওদের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার সক্রেটিসের ছোট ভাই রাই ঠিকই সঙ্গে থাকবেন। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতা পশ্চিম জার্মানি দলের অধিনায়ক ম্যাথাউস, গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া জার্মানির অলিভার কান, ডাচ কিংবদন্তি রুদ খুলিতসহ অনেক বিশ্বমাতানো ফুটবলারকে দেখা যাবে 'সুপার ফুটবল' নামের এ আয়োজনে। আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা সুনীল হামালের কথায়, 'ভারতে ফুটবলের প্রসারে এটা হবে আমাদের প্রথম প্রচেষ্টা। আমরা মনে করি, দেশজুড়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এটা হতে যাচ্ছে দারুণ একটি পদক্ষেপ।' বিশ্বকাপ খেলা সাবেক এ ফুটবলাররা শুধুই যে মাঠ মাতাবেন তা নয়, বরং আগামীর তারকাদের কিছু দিকনির্দেশনাও দিয়ে যাবেন বলে জানিয়েছেন হামাল, 'নিবিড় একটি অনুশীলন শিবিরে অতিথি খেলোয়াড়রা উঠতি ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন। কলকাতার শিশুদের জন্য এটা একটা দারুণ সুযোগ।'
বিশ্বকাপ খেলা ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে মাঠে দেখা যাবে 'ইন্ডিয়া ইলেভেন'কে, যেখানে সাবেক ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার পাশাপাশি অনেক অভিনয় শিল্পীকেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এখন থেকেই চলছে প্রচারণা। এ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশিত হবে আসছে ১৫ নভেম্বর। টাইমস অব ইন্ডিয়া
No comments