ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে : আইএইএ

রান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে—এ অভিযোগকে সমর্থন জানিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘ পরমাণু সংস্থা প্রতিবেদন প্রকাশ করবে। শুক্রবার প্রতিবেদনের ওপর এক ব্রিফিংয়ে কয়েকটি সূত্র একথা জানিয়েছে। সূত্রগুলো জানায়, আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) তেহরানের কাছে পারচিন থেকে উপগ্রহের মাধ্যমে কন্টেইনারের ছবি এবং পরমাণু অস্ত্র তৈরি সংশ্লিষ্ট আরও তথ্য-প্রমাণাদি সংরক্ষণ করেছে। এ থেকে প্রমাণিত হয় যে, ইরান পরমাণু সম্পৃক্ত বিস্ফোরক পরীক্ষার উদ্দেশ্যেই ওই স্থাপনা তৈরি করেছে।


এছাড়া ইরান কম্পিউটারের মাধ্যমে পরমাণু অস্ত্রের মডেল তৈরি করছে এ বিষয়ে প্রমাণ প্রকাশ করবে আইএইএ। পশ্চিমা রাষ্ট্রগুলো গভীর আগ্রহে আইএইএ্থর প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এ প্রতিবেদন থেকে তা প্রমাণ হয়ে যাবে বলেই তাদের প্রত্যাশা। এ কন্টেইনারগুলো কবে তৈরি করা হয়েছে এবং আদৌ তা ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০০৪ সালে প্রথম ইরানের এ পরমাণু স্থাপনাটি সম্পর্কে উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ পায়। তা দেখে এতে পরমাণু অস্ত্র গবেষণা, পরীক্ষা ও তৈরি ক্ষেত্র বলে বিশ্লেষণ করেন এক বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে ইরান দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুত উত্পাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

No comments

Powered by Blogger.