হামিদ কারজাই সম্পর্কে অপমানকর মন্তব্য : আফগানিস্তানে মার্কিন কমান্ডার পিটার বরখাস্ত
আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর আফগান প্রশিক্ষণ মিশনের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার ফুলারকে বরখাস্ত করা হয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্পর্কে অপমানকর মন্তব্য করায় মার্কিন ঊর্ধ্বতন এ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। পলিটিকো পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে ফুলার বলেছেন, আফগানিস্তানের নেতৃত্ব ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’। এছাড়া, পাকিস্তানের ওপর মার্কিন হামলা হলে আফগানিস্তান ইসলামাবাদের পাশে থাকবে বলে প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তারও সমালোচনা করেছেন ফুলার। তিনি হামিদ কারজাইয়ের ওই বক্তব্যকে ‘খেয়ালি’ মন্তব্য বলে উল্লেখ করেছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে একজন গড়পড়তা বক্তা বলেও মন্তব্য করেছেন তিনি। মেজর জেনারেল ফুলার আরও বলেছেন, যুদ্ধের দশ বছর পরে এসে আফগান নেতারা মার্কিন ত্যাগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে স্বীকার করছেন না। আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন বলেছেন, ফুলারের এ মন্তব্য যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সম্পর্ককে প্রকাশ করে না, এটা তার একান্তই নিজস্ব মন্তব্য। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল জানান, প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এ মন্তব্যের বিষয়ে সতর্ক রয়েছেন। তিনি বলেছেন, পিটার প্রতিরক্ষা মন্ত্রণালয় নয় বরং নিজের হয়ে এ মন্তব্য করেছেন। গণমাধ্যমে কোনো বক্তব্য দিয়ে বিতর্কে জড়ানোর ক্ষেত্রে পিটার ফুলারই প্রথম কোনো সামরিক ব্যক্তিত্ব নন। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় ঘটনা হলো জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের পদত্যাগ। ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন সদস্যদের বিষয়ে মারাত্মক মন্তব্য করার পর গত বছরের জুন মাসে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে পদত্যাগ করেন তিনি। তার এ মন্তব্য রোলিং স্টোন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। ম্যাকক্রিস্টাল অবশ্য ফুলারের চেয়ে অনেক সিনিয়র সামরিক ব্যক্তিত্ব ছিলেন। আফগানিস্তানে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের বিষয়টিই ন্যাটো মিশনের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিদেশি বাহিনী ধীরে ধীরে নিরাপত্তার দায়িত্বভার আফগান সেনা ও পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে। আফগান নিরাপত্তা বাহিনী কার্যত এখনও যথার্থ প্রশিক্ষিত হয়ে উঠতে পারেনি। লড়াইয়ের দক্ষতা যোগ্যতা এখনও খুব উন্নত পর্যায়ে পৌঁছেনি। সেই সঙ্গে আনুষঙ্গিক সরঞ্জামের স্বল্পতা ও ব্যাপক নিরক্ষরতা। ২০০৯ সালে আফগান যুদ্ধ কৌশল পর্যালোচনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অতিরিক্ত ৩৩ হাজার মার্কিন সেনা পাঠান। সেসব সেনা তখন সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন ওবামা। আফগানিস্তান নিরাপত্তা পরিস্থিতি এখনও সমস্যা জর্জরিত। জাতিসংঘ বলেছে যুদ্ধ শুরুর পর থেকে সহিংসতা অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে। ২০০১ সালে আফগান যুদ্ধ শুরু হয়।
No comments