কক্সবাজারে কেএফসি

নপ্রিয় ফ্রাঞ্চাইজ রেস্টুরেন্ট কেএফসি দেশের পর্যটন প্রাণকেন্দ্র কক্সবাজারে এর নতুন আউটলেট উদ্বোধন করেছে।
ঢাকায় আটটি, চট্টগ্রামে একটি এবং এবার কক্সবাজারে একটির মাধ্যমে কেএফসির মোট আউটলেট সংখ্যা দাঁড়াল ১০-এ। নেটওয়ার্ক বিস্তৃতির এ চলমান কার্যক্রম দেশের সব মানুষের কাছে কর্নেলের ফিঙ্গার লিকিং গুড রেসিপির স্বাদ পেঁৗছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা কেএফসির রয়েছে তারই অংশ।


কেএফসি মানেই উন্নত মানের ফাস্ট ফুড, যেখানে গ্রাহকদের কথা মাথায় রেখে জনপ্রিয় সব খাবারের আয়োজন করা হয়। কেএফসি সবসময়ই চেষ্টা করে 'ফিঙ্গার লিকিং গুড' চিকেন মিল পরিবেশন করতে যেন সবাই সপরিবারে আনন্দে উপভোগ করতে পারেন। অন্যান্য সাধারণ রেস্টুরেন্টের মতোই অল্প খরচে কেএফসি সবসময়ই ভিন্নতর এক স্বাদের অভিজ্ঞতা দিয়ে আসছে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আক্কু চৌধুরী বলেন, কক্সবাজারের আউটলেটের মাধ্যমে দেশজুড়ে আমাদের ১০টি আউটলেট হলো। আর সারাবিশ্বে পরিচিত কক্সবাজারের প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত।
মডেল ও অভিনেত্রী শারমিন লাকী এবং মুনমুনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আউটলেটটি উদ্বোধন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.