অর্থের সঙ্গে বেরিয়ে এল সাপ!
ব্যাংক থেকে অর্থ তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি ক্যাশ মেশিনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্থের সঙ্গে বেরিয়ে এল একটি সাপ। স্পেনের আলভা শহরের লোদিও এলাকার কিজা মাদ্রিদ ব্যাংকে এ ঘটনা ঘটে।
তবে সাপটি ছোবল মারার আগেই ওই ব্যক্তি এক থাবায় দ্রুত মেশিন থেকে অর্থ তুলে নিতে সক্ষম হন।
ইউরো উইকলি নিউজ জানায়, মধ্যবয়সী ওই ব্যক্তি সকাল আটটায় কাজে যাওয়ার পথে ব্যাংকে অর্থ তুলতে গেলে এ ঘটনার শিকার হন। এ সময় ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশকে তিনি বিষয়টি জানান।
পুলিশ ব্যাংকের ব্যবস্থাপকের সহযোগিতায় ক্যাশ মেশিন খুলে দেখেন, সেখানে যন্ত্রাংশের সঙ্গে পেঁচিয়ে আছে সাপটি। পরে সাপটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আতঙ্ক সৃষ্টি করতেই কেউ মেশিনের ভেতর সাপটি ঢুকিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সাপটি নিজ থেকেই মেশিনের ভেতর ঢুকে থাকতে পারে।
তবে সাপটি ছোবল মারার আগেই ওই ব্যক্তি এক থাবায় দ্রুত মেশিন থেকে অর্থ তুলে নিতে সক্ষম হন।
ইউরো উইকলি নিউজ জানায়, মধ্যবয়সী ওই ব্যক্তি সকাল আটটায় কাজে যাওয়ার পথে ব্যাংকে অর্থ তুলতে গেলে এ ঘটনার শিকার হন। এ সময় ঘটনাস্থলে হাজির হওয়া পুলিশকে তিনি বিষয়টি জানান।
পুলিশ ব্যাংকের ব্যবস্থাপকের সহযোগিতায় ক্যাশ মেশিন খুলে দেখেন, সেখানে যন্ত্রাংশের সঙ্গে পেঁচিয়ে আছে সাপটি। পরে সাপটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আতঙ্ক সৃষ্টি করতেই কেউ মেশিনের ভেতর সাপটি ঢুকিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সাপটি নিজ থেকেই মেশিনের ভেতর ঢুকে থাকতে পারে।
No comments