ইংল্যান্ডের ইউরো দলে থাকছেন রুনি!

যা-ই ঘটে থাকুক ওয়েইন রুনিকে দলে না রাখার মতো কোনো সিদ্ধান্ত নেননি ফ্যাবিও ক্যাপেলো। তিন ম্যাচের নিষেধাজ্ঞা আছে বলে ইংল্যান্ড যদি ইউরোর গ্রুপ পর্ব না পেরোতে পারে তাহলে খেলাই হবে না রুনির। স্কোয়াডে তাঁর জায়গাটা তো অপচয় মনে হবে তখন। কিন্তু ইংল্যান্ড কোচ দল ব্যর্থ হবেই তা ধরে নিয়ে আগেভাগে সিদ্ধান্ত নেন কী করে! তবে তিনি জানিয়ে রেখেছিলেন, রুনিবিহীন ম্যাচগুলোতে সফল হলে পরবর্তী সময়ে সেই 'উইনিং কম্বিনেশন' ভাঙা না-ও হতে পারে। তেমন একটা পরীক্ষা অবশ্য ইউরোর আগেই করে নিতে পারছেন ক্যাপেলো। এ কারণে স্পেন ও সুইডেনের বিপক্ষে আগামী দুটো প্রীতি ম্যাচে রুনিকে বাদ দিয়েই দল সাজাচ্ছেন তিনি।


ব্রিটেনের বেশ কয়েকটি পত্রিকারই খবর, গত বৃহস্পতিবার ক্যাপেলো নিজে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয়ে রুনিকে তাঁর ইউরোর দলে রাখার বিষয়টি যেমন জানিয়েছেন তেমনি স্পেনের বিপক্ষে না খেলানোর কথাও পরিষ্কার বলে দিয়েছেন। আগামী শনিবারের এ ম্যাচটির জন্য দল ঘোষণা করার কথা আজই। এদিকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে। রুনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে তারা। যদিও এর মধ্যেই রুনির নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে এফএকে চিঠি দিয়েছে উয়েফা। কিন্তু এফএ আপিল করার সিদ্ধান্তে অনড়। মন্টিনেগ্রোর যে খেলোয়াড়কে ফাউল করে রুনি লাল কার্ড দেখেছিলেন সেই মিওদ্রাগ জুদোভিচও 'রুনির শাস্তিটা বেশিই হয়েছে' বলে মন্তব্য করেছেন। রুনি নিজেও তা-ই মনে করেন, তবে ওই আচরণের জন্য তাঁর অনুশোচনারও অন্ত নেই, 'সত্যি বলছি, কেন ওটা করেছিলাম আমি নিজেও জানি না। এখন অনুশোচনা হচ্ছে। তবে শাস্তিটাও বেশ কঠোর হয়ে গেছে। এখান থেকে যদি এক ম্যাচও কমানো হয় সেটাই হবে আমার জন্য বোনাস।' এএফপি

No comments

Powered by Blogger.