আন্তরিক পরিচালক

ভিনেত্রী হিসেবে ম্যাডোনা কেমন? তাঁর ভক্ত বা সহশিল্পীরা যতই প্রশংসা করুন না কেন, এখন পর্যন্ত কোনো সমালোচকের কাছ থেকে কোনো ভালো মন্তব্য ম্যাডোনা পাননি। একমাত্র 'এভিটা' ছবিতে অভিনয়ের পর কয়েকজন বলেছিলেন, তাঁর অভিনয়ের কিছুটা উন্নতি হচ্ছে। তবে পরিচালক হিসেবে সম্ভবত ম্যাডোনা এবার সমালোচকদের প্রশংসা কিছুটা হলেও পেতে যাচ্ছেন। মুক্তি প্রতীক্ষিত 'ডাবি্লউ.ই.' ছবিটি নিয়ে এমনিতেই ম্যাডোনার উচ্ছ্বাসের শেষ


নেই। আর এ ছবিতে অভিনয় করা প্রায় প্রত্যেক শিল্পীই পরিচালক ম্যাডোনার উচ্ছ্বসিত প্রশংসা করে যাচ্ছেন। পরিচালনার পাশাপাশি ডাবি্লউ.ই. প্রযোজনা ও চিত্রনাট্যও ম্যাডোনারই লেখা। মার্কিন নারী ওয়ালিস সিম্পসনের প্রেমে ব্রিটিশ সিংহাসন ছেড়েছিলেন ব্রিটিশ রাজা এডওয়ার্ড। সেই ওয়ালিসের প্রেম, পাওয়া না পাওয়া নিয়েই ম্যাডোনার ডাবি্লউ.ই. ছবির গল্প। ছবিতে ওয়ালিস চরিত্রে অভিনয় করেছেন আন্দ্রেয়া রাইজবরো। এক সংবাদ সম্মেলনে হঠাৎই এক প্রশ্ন করা হয়েছিল আন্দ্রেয়াকে, পরিচালক হিসেবে ম্যাডোনা কেমন? তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? প্রশ্নে উত্তরে শুধু প্রশংসাই ঝরে পড়ল অস্ট্রেলীয় আন্দ্রেয়ার মুখ থেকে। তিনি বলেন, 'এক কথায় বলতে গেলে অসাধারণ অনুভূতি। ছবির প্রতি তাঁর আবেগ বলা যেতে পারে সংক্রামক, যা আমাদের প্রত্যেকের মাঝেই ছড়িয়ে পড়েছিল। প্রতিটি মুহূর্তে ছবির প্রতি তাঁর ভালোবাসা আমরা অনুভব করতে পেরেছি। তিনি কিভাবে সেই মহীয়সী নারীকে তুলে ধরতে চান। সে সম্পর্কে তিনি যেমন নিশ্চিত ছিলেন, তেমনি বারবার আমাদের সঙ্গে কথা বলে সবাইকে নিশ্চিত করে তুলেছিলেন। খুব কম পরিচালকই এতটা আন্তরিকার সঙ্গে সব অভিনয়শিল্পীর সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করেন। শুধু আমাদের কাছ থেকে সেরা কাজটা বের করার জন্যই তিনি এতটা আবেগ দিয়ে কাজ করেছেন। আর সে কারণেই বলছি, সত্যিই তিনি একজন আন্তরিক পরিচালক।'

No comments

Powered by Blogger.